তখন ক্লাস ১ এ পড়ি । ছোট চাচার বিয়ে খেতে গিয়েছিলাম এক প্রত্যন্ত গ্রামে। বিয়ে বাড়িতে আমার বয়সী অনেক গুলি পিচ্চি ছিল। বিকাল বেলা ওরা দেখি বেলুন ফুলায়, আমি কাছে যেতেই আমাকেও একটা ধরায়ে দিল হাতে!!br /> আমি খুব অবাক হলাম, আমার পরিচিত বেলুন গুলার চেয়ে এইগুলি অনেক বেশি পাতলা এবং স্বচ্ছ !! যাই হোক, বেলুন পাইছি, এতেই খুশি হলাম অনেক,মুখে নিয়ে ফুলাইলাম! পরের দিন চলে আসার সময় ওইখানে যেই পিচ্চিগুলির সাথে বন্ধুত্ব হয়েছিল, তারা আসলো বিদায় জানাতে, তখন এক মেয়ে আমাকে ২ টা বেলুন(!!!) দিল উপহার হিসাবে। তখন ত বুঝি নাই বেলুনের কি গুণ !! গুণ বুঝিলাম কিছুক্ষন পরে, যখন বেলুন টা ফুলাতে গিয়ে খাইলাম আম্মুর কাছে ধরা, এমন মাইর দিল..........!! এখন বুঝি কেন মাইর দিছিল আমারে,হা হা হা! এখন আবার নতুন সমস্যা, গার্ল ফ্রেন্ড কে এই কাহিনী বলতেই আবার খেপছে উনি, কেন এক মেয়ে আমাকে কনডম দিল,আর আমি ই বা কেন তা ফুলাইলাম !! আ হা রে আমাদের শৈশব !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।