আমাদের কথা খুঁজে নিন

   

ফুলের সুবাস

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। একটি ফুলের বাগান।

সব ফুলই সেই বাগানে আছে। পথচারী ফুলগুলো দেখছে। কেউ না ছোঁয়ে ফুলের সুবাসও নিচ্ছে। আমি সেই বাগানের একটি ফুলে মুগ্ধ হই। সেই ফুলটি ছিড়ে আমার হাতে নিতে ইচ্ছা করছে।

এবং তার সুবাস নিতে ইচ্ছা করছে। আবার, আমি ভয়ও পাচ্ছি যদি ফুলটি তার বাগানের অন্য ফুলের জন্য কাঁদে। তাই আমি সিদ্ধান্ত নেই ঐ ফুলটিরই সুবাস আমি নেব বাতাস থেকে বহু দুরে বসে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।