আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট

"Life Is a Journey, Not a Destination ― Ralph Waldo Emerson বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট। মঙ্গলবার আত্মপ্রকাশ করল ভারতে ফর্মুলা ওয়ানের প্রথম ট্র্যাক। উপমহাদেশের প্রথম ফর্মুলা ওয়ান সার্কিট। এটি ভারতের নয়ডার ,নয়াদিল্লি থেকে গাড়িতে যেতে প্রায় দু’ঘণ্টা লাগবে। এই ট্রাকে আছে মেডিক্যাল সেন্টার।

ফর্মুলা ওয়ান বিপজ্জনক স্পোর্ট। ট্র্যাকে যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা, এমনকী জীবনসংশয় হতে পারে দর্শকদেরও। সে জন্য প্রতি স্ট্যান্ডের বাইরে দেওয়া আছে সাবধানবাণী। যে কোনও রকম পরিস্থিতির মোকাবিলায় অপারেশন থিয়েটার-সহ অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে তৈরি থাকছেন দেশের শীর্ষ স্থানীয় একশোর বেশি ডাক্তার। আর আছে হেলিপ্যাডে যুদ্ধকালীন তৎপরতায় ওড়ার অপেক্ষায় থাকবে দুটো হেলিকপ্টার।

২৫০০ একর বিস্তৃত স্পোর্টস সিটি ঘুরে দেখতেই সময় লেগে যাবে ঘণ্টা দেড়েক। সার্কিট টি গড়ে তুলতে খরচ পড়েছে ৪০০ মিলিয়ান মার্কিন ডলার । রেস দেখতে হলে আপনাকে খরচ করতে হবে টিকিট বাবধ ৩০০০ থেকে ৩০০০০ হাজার রুপি । বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট ট্র্যাকের দৈর্ঘ্য : ৫.১৪ কিমি রেসে ড্রাইভারদের চালাতে হবে : ৩০৮ কিমি মোট ল্যাপের সংখ্যা : ৬০ গড় গতি : ঘণ্টায় ২১০ কিমি সর্বোচ্চ গতি : ঘণ্টায় ৩২০ কিমি রেস ডে : ৩০ - ১০-২০১১  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।