আমাদের কথা খুঁজে নিন

   

শফি সাহেবের বক্তব্য এবং টিভি টকশো

শফি সাহেবের বক্তব্য নিয়ে টিভি টকশোতে নারী নেত্রিদের সমাগম হচ্ছে, বিটিভিতে তো সারাদিনই দেখানো হচ্ছে শফি সাহেবের বক্তৃতা। এই নোংরা বিতর্কিত বক্তব্য প্রচরা করা যেমন অপ্রয়োজনীয় তেমনি এইসব নারী নেত্রীদের মুখে শফি সাহেবের সমালোচনাও বাড়বাড়ি। এইসব নারি নেত্রিরা মুসলমান হওয়া সত্ত্বেও হিজাব পরা প্রয়োজনীয় মনে করেন নাই, কেন? যারা ধর্মের বেসিক আচার প্রথা পালন করেন না তারা কেন আরেকজনের সমালোচনা করবেন? তারা কি মনে করেন যে হিজাব ব্যবহার করে নারীরা আধুনিক হতে পারবে না? তাহলে আদ দ্বীন হাসপাতালে দেখে আসেন, পুরো হাসপাতাল পরিচালনা করছে নারীরা, সবার মাথায় হিজাব, শুধু এম্বুলেন্সের ড্রাইভার ছাড়া সবাই নারী, ফার্মেসি পরিচালনা করছে নারী, ক্যান্টিন চালাচ্ছে নারী! আজকে শফী সাহেবের সমালোচনা অধিকার আছে এইসব নারীদের, সমাজের তথাকথিত নারী উন্নয়নের নামে যারা ইসলামকে অবমাননা করছে তাদের কোন অধিকার নাই এইসব বিষয়ে কথা বলার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।