আমাদের কথা খুঁজে নিন

   

আগত সন্তানের জন্য বাবার parody

বিছানা টা আমি ভিজিয়েছি বাবা শুনছো?? এখন আর তুমি ঘুমাতে পারবেনা । কাঁথা টা এইবার তুমি পাল্টে দিতে পারো । মা কে ডেকে বোলো একা তুমি পারছনা ! বিছানা টা আমি ভিজিয়েছি বাবা সত্যি, আর মাত্র কয়েকটা দিন ব্যাস, পটিতেই আমি কাজ সারবো, ৩ মাস পর বাথরুম , চুপ করে কেন, বাবা কিছু বলছ না। হ্যা-লো!!!!! এটা কি G, R,A ...N, D, P,A ও দাদু তুমি পারছো কি শুনতে? ১০/১২ টা কাঁথা পাল্টিয়েও, বিছানা আবার ভিজিয়েছি ! দেবো না কাউকেই আর ঘুমাতে। হ্যা-লো!!!!! এটা কি G, R,A ...N, D, M, A দাও না ডেকে মা' কে আরেকবার শরীর যাচ্ছে ভিজে, টিকতে পারছিনা perfume এ ! জরুরী, খুউব জরুরী দরকার !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।