আমাদের কথা খুঁজে নিন

   

রাত পোহাবার কত দেরী, পাঞ্চেরী ?

নাহ, আর আশার আলো দেখতে পাচ্ছি না! প্রধানমন্ত্রী তার ৩ বছরের প্রতিটা ভাষণে বিরোধী দলীয় নেত্রীর কু-গান গাওয়া ছাড়া আর নতুন কোন আলোর দিশা আমাদের দেননি। গুরূর দেখাদেখি তার প্রতিটা মন্ত্রীও ১ কাঠি বাড়া! দুই আবুল মন্ত্রী, বাণিজ্য, নৌ, স্বরাষ্ট্র, নৌ; সর্ব শেষ মতিয়া বুবু-- দেশে নাকি শের শাহের আমল চলছে!! দেশে কোন অভাব নেই, কষ্ট নেই, সমস্যা নেই! শুধু সুখ আর সুখ!! যদিও-বা কোন চাল-ডালের দাম বাড়ার কথা শোনা যায়, গাড়ি ভাড়া বাড়ে, বিদু্ত না থাকে, টেন্ডারবাজি হয়, যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে, সন্ত্রাস হুহু করে ঘাড়ে উঠে পড়ে;; তা-ও সব মিডিয়ার সৃষ্টি! তা-ও না হলে, সেসব গত সরকারের সৃষ্টি করা!! আর কত উপহাস সইব আমরা সহজ সরল জনগণ! যাকেই ভোট দিয়ে ক্ষমতায় আনি, সেই যে রাবণ সেজে এই সতী-লক্ষী দেশটাকে বারবার অপহরণ করে! আমরা বাচঁতে চাই। পরবর্তী প্রজন্মের জন্য ভারসাম্যপূর্ণ সঠিক এবং সুন্দর একটা দেশ রেখে যেতে চাই। হে দুই নেত্রী, আমাদের সাহায্য করুন, প্লী-জ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।