আমাদের কথা খুঁজে নিন

   

যৌন হয়রানি, মেয়েদের পোশাক ও অন্যান্য

বর্তমান সময়ে বিভিন্ন ব্যক্তির দ্বারা (বন্ধু, শিক্ষক, প্রেমিক বা পরিচিত অপরিচিত যে কেউই হোক) যৌন হয়রানি একটি আলোচিত বিষয়। এই বিষয়ে আমার নিজস্ব মতামত হচ্ছে এ ক্ষেত্রেই মেয়েদেরকেই নিজে থেকে সতর্ক থাকাটা খুবই জরুরী। মানুষ একদিকে যেমন আশরাফুল মাখলুকাত আবার অন্যদিকে তেমনি খুব নিকৃষ্ট জীব। পরিসংখ্যানে দেখা গেছে একজন মেয়ে অধিকাংশ ক্ষেত্রেই তার পরিচিত ব্যক্তির দ্বারাই প্রতারিত হচ্ছে। সে যদি নিজে থেকে সতর্ক থাকে তাহলে আমার মনে হয় প্রতারণার মাত্রা অনেকাংশেই কমে যাবে।

গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজিন কে ক ইউনিটে পরীক্ষা দিতে নিয়ে যেয়ে একটি শিক্ষার্থীর পোশাক দেখলাম এবং তাৎক্ষণাত পরিময় জয়ধরের কথা মনে পড়ল। আমার দেখা ছাত্রীটিও খুব টাইট টি শার্ট ও জিন্স প্যান্ট পড়েছিল যা পরিময় জয়ধরের ভাষ্যমতে সেই ছাত্রীটির মত। মেয়েটার পোশাক এতটাই আমার কাছে খারাপ লেগেছে যে আমি তখন তার পরিবার এবং মা বাবার কথা চিন্তা করছিলাম। কোন বাবা বা মা আছে যে এমন পোশাক পরার অনুমতি দিয়েছে???? আমরা বাংলাদেশের মানুষ এতটা আপটেডেট পোশাকের সাথে অভ্যস্ত হয়নি। আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি মুসলমান পরিবার আল্লাহর উপর বিশ্বাস রাখে।

পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও অন্তত জুমআ বারের নামায পড়ে। তারা কিভাবে তাদের মেয়েদের এই ধরনের পোশাক কে অনুমোদন দেয়????? আমার মনে হয় যে সকল মেয়েরা এই ধরনের পোশাক পড়ে তাদের ভিতর একধররনের প্রদর্শন ইচ্ছা কাজ করে,তাদের রুপের সাথে আরও কিছু আছে তা অন্যদরে কাছে প্রকাশ করতে তাদের ভাল লাগে বলেই মেয়েরা ইদানিং ওড়না পড়েনা বা পড়লেও তা ফ্যাশান করে পড়ে। প্লিজ আপুরা আপনারা একটু বিবেক করে দেখবেন বিষয়টি কি আসলেই ঠিক। আমাদের নিজেদের ধর্মীয় ভাবমুর্তি বজায় রাখা আমাদেরই কর্তব্য। ভদ্র পোশাক পড়ে দেখুন আপনাকে কতটা ভাল লাগবে।

পোশাকে রুচির পরিচয় দিন আপনার মর্যাদা বাড়বে। আর বন্ধু বান্ধব প্রেমিক এদেরকে ভাল করে বুঝার চেষ্টা করুন। প্রয়োজনে অনেক সময় নিন। নিরাপদ দূরত্ব সর্বদা বজায় রাখুন। সবাই যে খারাপ তা আমি বলছিনা বরং কিছু সংখ্যক খারাপের জন্য ভালদেরও দুর্নাম কুড়াতে হয়।

আমার মনে হয় যখন কোন কিছু বেশি হয়ে যায় শুধু তখনই সে বিষয়ের খারাপ ফল ভোগ করতে হয়। আসুন না সবাই মিলে একটা সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে তুলি। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।