সন্ত্রাসবাদ মোকাবিলায় সাফল্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করল যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান পিটার টি কিং সম্প্রতি প্রধানমন্ত্রীর উদ্দেশে এক বার্তায় এ প্রশংসা করেন। তিনি বলেন, শেখ হাসিনার দৃঢ় রাজনৈতিক অবস্থান ও তার সরকারের সন্ত্রাসবিরোধী কার্যক্রম জঙ্গি সংগঠনগুলোকে শুধু দমনেই ভূমিকা রাখেনি, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী লড়াইও গতিশীল হয়েছে। হরকাতুল জিহাদ আল ইসলামী-হুজি, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ-জেএমজেবি ও জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির মতো জঙ্গি সংগঠনকে দমনে শেখ হাসিনার অনমনীয় ভূমিকার প্রশংসা করেন পিটার কিং। তিনি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কার্যক্রমে বাংলাদেশকে প্রথম সারির সহযোগী হিসেবে উল্লেখ করেন। শেখ হাসিনার উদ্দেশে পিটার বলেন, 'আপনার উদ্যোগগুলো পাকিস্তান ও আফগানিস্তান থেকে উদ্ভূত উগ্রবাদিতার প্রভাবমুক্ত থাকার ক্ষেত্রে বাংলাদেশের জন্য সহায়ক হয়েছে। অবিচল নেতৃত্বের জন্য আপনাকে সাধুবাদ জানাই।' সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রামে বিভিন্ন দেশের পক্ষ থেকে আরও সহযোগিতা প্রয়োজন বলেও ওই বার্তায় উল্লেখ করেন পিটার কিং। জাতীয় নিরাপত্তা কমিটির অন্য সদস্যরা হচ্ছেন ল্যামার স্মিথ, ড্যানিয়েল ই লাংগ্রেন, মাইক রজার্স, মাইকেল টি ম্যাকাউল, গাস এম বিলারাকিস, পল সি ব্রাউন, ক্যানডিস এস মিলার, চিপ ক্র্যাভাক, জো ওয়ালশ, প্যাট্রিক মিহান, বেন কোয়াইল, স্কট রিগেল, বিলি লং, জেফ ডানকান, টম ম্যারিনো, ব্লেক ফ্যারেন্টহোল, মো ব্রুকস, জি টমসন, লোরেটা স্যানচেজ, শিলা জ্যাকসন লি, হেনরি কুয়েলার, ইভেটি ডি ক্ল্যার্ক, লরা রিচার্ডসন, ড্যনি কে ড্যাভিস, ব্রায়ান হিংগিস, জ্যাকি স্পিয়ার, কেড্রিক এল রিচমন্ড, হ্যানসেন ক্ল্যার্ক, উইলিয়াম আর কিটিং, ক্যাথলিন সি হোচুল ও জ্যানিস হান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।