পবিত্র স্থাপনাগুলো পরিদর্শনের সময় মুখে কাপড় দিতে বলেছেন সৌদির স্বাস্থ্য কর্মকর্তারা।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হাজীদের জন্য কিছু নির্দেশনা দেয়া হয়েছে, যাতে প্রবীণ ও দীর্ঘমেয়াদি কোনো ব্যধিতে আক্রান্ত ব্যক্তিদের এবার হজ পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
গত বছর সেপ্টেম্বরে আরব উপত্যকায় মার্স (মিডল ইস্ট রেসপিরেটোরি-সিনড্রোম) করোনাভাইরাস দেখা দেয়। এ ভাইরাস সংক্রমণে জ্বর, সর্দি, কাশি, শ্বাস-প্রশ্বাসে সমস্যার পাশাপাশি কিডনিতে জটিলতা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ ভাইরাসে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ৩৮ জনেরই মৃত্যু হয়েছে সৌদি আরবে।
হজ পালনের জন্য অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ মুসল্লি সৌদি আরবে সমবেত হবেন।
মুসলমানরা বছরে একবার নির্দিষ্ট সময়ে সৌদি আরবের মক্কায় উপস্থিত হয়ে কাবার সামনে প্রর্থনা করে। এর পাশাপাশি হাজিরা মদিনায় মসজিদ আল-নববীতেও যান।
সৌদি আরবের স্বাস্থ্য কর্মকর্তারা হাজিদের প্রতি প্রয়োজনীয় টিকা নেয়ার পাশাপাশি হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহার করতে অনুরোধ করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।