আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনা, এইদিন দিন নয় আরোদিন আছে

হট নিউজ শেখ হাসিনার সরকার কি বাংলাদেশের শেষ সরকার? অবোধ শিশুও বলবে অবশ্যি নয়। কিন্তু হাসিনা সরকারের হাব-ভাব দেখে মনে হচ্ছে, তারা বাংলাদেশের একমাত্র ও শেষ সরকার। বাংলাদেশে আর কোন সরকার আসবেনা। এসব ভাবতে পারে যারা বোকার স্বর্গে বাস করে। তারা তাই মনে হচ্ছে।

নতুবা রাজনৈতিক নেতা-কর্মীদের দমনে কেন তারা আদাজল খেয়ে নেমেছে? তারা কি মনে করে না তাদের পাতানো ফাদে তারাও পড়বে। কথায় বলে এই দিন দিন নয় আরোদিন আছে। ‘পুলিশ কোন দল অথবা সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দল দমনের এজেন্ডা বাস্তবায়নকারী' এটি বলতে না চাইলেও বিগত কিছু দিনের ঘটনায় পুলিশের ভূমিকা বারবার মনে করিয়ে দেয় পুলিশের কাছেও আজ সাধারণ মানুষের জানমাল নিরাপদ নয়। খুব সাম্প্রতিক সময়ে ছোটখাট সব ঘটনা বাদ দিয়ে বড় কয়েকটি ঘটনা প্রত্যক্ষ করলে পুলিশি বর্বরতার এক নৃশংস চিত্র ফুটে উঠে। কিছুদিন পূর্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক সমীক্ষায় বাংলাদেশের যে কয়েকটি খাতকে চরম মাত্রার দুর্নীতিগ্রস্ত হিসাবে আখ্যায়িত করেছে তার মধ্যে পুলিশ বিভাগ অন্যতম।

পুলিশ আজ সব চাইতে বেশি ব্যবহার হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, গ্রেফতারকৃত নেতাকর্মীদের রিমান্ডের নামে নির্যাতন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দান, এক ধরনের গ্রেফতার বাণিজ্য, বাসা-বাড়িতে অভিযানের নামে ভাংচুর, পরিবারের সদস্যদের সাথে অশোভাচরণ, রাজনৈতিক দলের অফিসে অভিযান চালিয়ে ভাংচুর এবং নিরপরাধ কর্মচারীদের গ্রেফতার, রাজনৈতিকভাবে সম্মানিত ব্যক্তিদেরকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা, হরতালের পিকেটারদের ধরে বুটের নিচে চাপা দেয়াসহ নানা রকম অমানবিক কাজে। পুলিশ কখনো কোন ব্যক্তি, দল বা কোন রাজনৈতিক সংগঠনের প্রতিপক্ষ হতে পারে না। কোন দল ও পুলিশকে প্রতিপক্ষ মনে করা ঠিক নয়। কিছুদিন পূর্বে বিএনপি'র ডাকা হরতালে সংসদ ভবনের সামনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের উপর পুলিশের ডেপুটি কমিশনার ও সহকারী কমিশনার বিপ্লব ও হারুন যে আচরণ করেছে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসী হতবাক হয়ে তা দেখেছে। বিপ্লব এবং হারুনের নির্মমতার জন্য জয়নুল আবদীন ফারুককে দীর্ঘদিন আমেরিকায় চিকিৎসাধীন ছিলেন।

গত ১৪ আগস্ট সেগুনবাগিচার বাসা থেকে গ্রেফতার হন বিএনপি সমর্থক আইনজীবী এমইউ আহম্মেদ। তিনি ছিলেন সংবিধান ছুঁড়ে ফেলার মামলার আসামী। পারিবারিক সূত্র থেকে বলা হয় গ্রেফতারের পর উনাকে ডিবি অফিসে নির্যাতন করার ফলে তিনি অসুস্থ হন এবং ২৬ আগস্ট স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত কর্মসূচি বিক্ষোভ সমাবেশকে মোকাবিলার জন্য পুলিশের রণপ্রস্তুতি যাদের দেখার সুযোগ হয়েছে সম্ভবত তাদের ভুলে যাওয়ার কথা নয়। নিরস্ত্র কয়েক হাজার কর্মীদের কর্মসূচিকে ভন্ডুল করে দেয়ার জন্য পুলিশ সে দিন নিজেরা রণসজ্জায় সজ্জিত হওয়া ছাড়াও সাথে নিয়ে এসেছে জলকামান, সাঁজোয়া যান এবং প্রিজন ভ্যান, পিক আপ ভ্যান।

মিছিল-মিটিং, সভা-সমাবেশ একটি দলের গণতান্ত্রিক অধিকার। স্বৈরাচারী সরকার ছাড়া পৃথিবীর কোন দেশে কোন সরকার কর্তৃক এই গণতান্ত্রিক অধিকার কখনো হরণ করা হয়নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।