সাদামনের মানুষ আমি : প্রথমতো সবকিছু সন্দুররূপেই দেখতে চাই... স্কুলে পড়ার সময় আমাদের ধর্মগুরু স্যারের প্রতিদিনের ক্লাসের প্রথম উক্তিই ছিলো, ''গতকাল কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড় নাই দাঁড়াও'' যথারীতি কিছু ছাত্র দাড়াতো এবং স্যারের বেতের লাঠির পাঁচটি ঘা পড়তো সবার হাতে; স্যার ব্যাপারটাকে নিজের কর্তব্য বলেই মনে করতেন; তার ধারণা ছিলো নামাজের জন্য নিজের ছাত্রদের না পিটালে পরকালে তাকেও জবাবদিহি করতে হবে!! তাই ছাত্র পিটিয়ে প্রতিদিনই চলতো তার নেকী হাসিলের মিশন... সেই বেতপ্রথা শুনেছি গতবছর জেলা প্রশাসক নিষিদ্ধ করে দিয়েছেন! কোন স্যার এখন ক্লাসে বেত নিয়ে যান না; কিন্তু ধর্মগুরু স্যারের নামাজের জন্য শাস্তি দেয়া বন্ধ হয়নি; ইসলামের ব্যাপার স্যাপার বলে তাকে প্রধানশিক্ষকও কিছু বলতে চান না!! তিনি এখনও সাড়ম্বরে ক্লাসে তার চীনা বেত নিয়ে ঢুকেন এবং ছাত্রদের পিটিয়ে বেড়ান; সবচেয়ে বড় বিষয় হচ্ছে, তার এই নির্যাতনকে ছাত্রের বাবা-মা'রাও সমর্থন করেন!! তাদের ভাষ্য হচ্ছে, 'যাক বাবা, ছেলেটা অন্তত স্যারের ভয়েতো নামায পড়ে' !!! O_o
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।