আমাদের কথা খুঁজে নিন

   

এক লক্ষ ত্রিশ হাজার বীরশ্রেষ্ঠ

শুচি সৈয়দ শুচি সৈয়দ (যাদের হƒদয়ে ছিল প্রমিথিউসের প্রাণস্পন্দন। ইন্দিরা গান্ধী ও তাজউদ্দীন আহমদ) এক কোটি শরণার্থী, সাড়ে ছয় কোটি অবরুদ্ধ প্রাণ মৃত্যুর প্রহর গোণে লুকিয়ে পালিয়ে আর তার বীরশ্রেষ্ঠ এক লক্ষ ত্রিশ হাজার সন্তান পাহাড়ে-জঙ্গলে-মাঠে-নদী ও সমুদ্র সেঁচে খুঁজে ফেরে রাক্ষসের জান। চেঙ্গিসেরা বিংশ শতাব্দীতে পোড়া মাটি চায় পঞ্চান্ন হাজার বর্গ মাইল ব্যাপী একটি অখণ্ড গোরস্তান! তাদের সাঙ্গাত দুর্বৃত্তেরা অখণ্ড ‘শান্তি’ কায়েমে সুনশান- জমিন প্রার্থনায়Ñ তখ্ত তালাশ করে, করে নরমুণ্ডের সন্ধান! এমন মাৎস্যন্যায়েÑ মুক্তির স্বপ্ন দেখা দূরদর্শিনীÑ দারিদ্র লাঞ্ছিত ভূমেÑ সমস্ত প্রাণের স্পন্দন শিরায়-উপশিরায় উপলব্ধি করা হে প্রমিথিউসÑ অমরাবতী থেকে ছিনিয়ে আনোÑ স্বাধীনতাÑ বিজয়Ñ সাড়ে সাত কোটি মানুষের। সমস্ত পৃথিবীরÑ স্বাধীনতা আর মুক্তির সংগ্রাম। ঢাকা, ১৫ অক্টোবর ২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।