আমাদের কথা খুঁজে নিন

   

রং জাজমেন্ট: কামারুজ্জামান

একাত্তরে হত্যা, গণহত্যা ও নির্যাতনের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ফাঁসিতে ঝুলিয়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়।  
ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জনাকীর্ণ আদালতে রায় ঘোষণার পরপরই কামারুজ্জামান উঠে দাঁড়িয়ে বলেন, “রং জাজমেন্ট, রং জাজমেন্ট। সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করবে না।”
সাদা শার্ট পরিহিত কামারুজ্জামানকে এ সময় কিছুটা বিমর্ষ দেখাচ্ছিল।
রায়ের পরে কামারুজ্জমানের বড় ছেলে হাসান ইকবাল বলেন, “মুক্তিযুদ্ধের সময় তিনি (কামারুজ্জামান) ছিলেন ১৮ বছরের তরুণ। ওই বয়সের একজন তরুণের পক্ষে বৃহত্তর ময়মনসিংহে যুদ্ধাপরাধে ‘সুপারিয়র রেসপন্সসিবল’ হওয়া অবিশ্বাস্য। ২০১০ সালের আগে তার নাম কোথাও ছিল না।”
অবশ্য এ আদালত থেকে কখনো ন্যায় বিচার প্রত্যাশা করেননি বলেও মন্তব্য করেন কামারুজ্জামানের ছেলে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।