ওই মাগি যাইবি? কি? যাইবি না?- মাতালের লগে যাইবি না !!! বাত্তির লিচে খারায়া রইছস মুটা-চিকন বাইছা কি হইবো- আয়া পর... ট্যকা লাগবো? দিমুতো, ট্যকা না দিয়া ছাড়চি কাউরে কওয়ার পারবো কেউ? (হিক্....) আয়া পর আয়... -কি? চিহারার দেমাগ দেহাস? কালা-ভালা চিনিনা ভাবছোস? ছুন্দরের তুই কি বুজসরে মাগি !!! হা....হা.... হা..... (হিক্.....) .....ছুন্দর....... ছুন্দর আচিলো আমার বউ, লাল জমিন কালো পাইরের ছাড়ি পিনতো... চুলদিয়া কাটগুলাপের গন্দ, দক্ষিন থাইকা যখন হাওয়া ছাড়তো উড়ন্ত চিল যিমুন উড়তে উড়তে পাখা ঢিল দিয়া মাটির উপরে আয়া পরে ঘরে ফিরনের লগে লগে বউও, পুন্নিমা রাইতের চান আছিলো আমার বউ... (হিক্....) হ...ছেই দিনও পুন্নিমা আছিলো মাথার উফরে কাসার থালের লাহাল বিরাট চান আমগো দিকে চায়া রইছে, চান হাছে, আমরাও হাছি আমরাও হাছি, চানভি হাছে কি যে হালায় ছুখের জীবন......! (হিক্....) তারপর....তারপর... বুটের শব্দ তুইলা দানব আইলো হাতে রাইফেল,মাথায় হেলমেট আমগো চান ডারে হেলমেট দিয়া ডাইক্কা দিল ! চারিদিকে আনধার.... আর আনধার.... দক্ষিণর হাওয়া বন্দ! খালি চিৎকার....খালি চিৎকার লাল জমিন কালা পাইর রক্তে লাল ! দানবের মাজায় বান্দা বুলেটে বুলেটে ধাক্কা খায় ! ছালা বউরে ফালায়া থুয়া পলায়া আইলাম, ছাল চামড়া উঠা পাগলা কুত্তার লাহান। এই হারামি জীবনডারে লইয়া (হিক্....) ওই থালের মতো চান অভিষাপ দিছে দক্ষিণের হাওয়া অভিষাপ দিছে... কাটগুলাপ অভিষাপ দিছে, লাল জমিন, কালা পাইর অভিষাপ দিছে..... মাথার লাল ফিতা অভিষাপ দিছে, মগর বউ অভিষাপ দেয় নাই.... হালায় এতো মাল খাই হারামি জীবনডারে বাইর করতে চাই বাইরায় না...বুকের মইদ্দে খালি ফাল দিয়া উঠে। কেউ কি নিজের ঘর ছারার চায় !!! (হিক্....) কি রে কানতাছস নি ! নাকি মালের নিশায় ধরছে ! তুই তো হালায় আমার চায়া ছুখি কানবার পারছ... দেখছোস আমার চোখ হুগায়া গ্যছে পদ্দার চড়ের লাহাল, কত দিন যে গুমাই না....! লাল জমিনে কালা পাইর জাগায়া রাহে.... ধুর হালায় চোখ্খের মইদ্দে আবার কি গেল !! ........... ........... ........... (হিক্...)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।