সত্য পথ পেতে চাই এবং অন্যকেও দেখাতে চাই ছুটির দিন তাই সারা দিন বিছানায় শুয়ে থাকতে ভাল লাগে। বাইরে বের হলেই সমস্যা। নিশ্চিত খরচ। বাজারে দ্রব্যমূল্য যা তার উপর যদি অতিরিক্ত খরচ হাত ফসকে বের হয়ে যায় তাহলে তো শ্যাষ। শুয়ে শুয়ে ইচ্ছে করছিলাম টিভিতে বাংলাদশ-ওয়েস্টইন্ডিজ খেলাটা দেখবো।
কিন্তু বিধির বাম সে আর কপালে নাই। ইলেট্রিসিটি কখন আসবে চেয়ে থাকতে থাকতে চোখে ধুলা জমে গেছে। তবে একটা কাজ করেছি। বিশাল কাজ। একটা ডাটা কালেকশান যেটা অনেক বাঘা বাঘা ব্লগার ভাইয়েরাও করতে পারেনি বলে আমার মনে হয়।
সেটা আপনাদের জন্য সৌজন্য সংখ্যা-
ঢাকার বুড়িগঙ্গার দক্ষিনে কেরাণিগঞ্জ থানায় শনিবার সন্ধ্যা ৬.০০ থেকে রাত ১২.৪০ পর্যন্ত ইলেক্ট্রীসিটি-
সময়(মিনিটে)
আসে যায় ছিল ছিলনা
৬.০০ ৬.৩৫ ৩৫ -
৭.৩৫ ৭.৪৫ ১০ ৬০
৮.২২ ৮.৪৫ ২৩ ৩৭
৯.৪৫ ৯.৫৭ ১২ ৬০
১০.০৩ ১০.০৩.০৫ ০৫ সেকেন্ড ০৬
১০.৫০ ১১.৪২ ৫২ ৪৭
১২.৪০ - ৫৮
মোট ২ ঘন্টা ১২ মিনিট ৪ ঘন্টা ২৮ মিনিট
এর অর্থ দাড়ায় সন্ধ্যার পরে ৩৩% সময় ইলেক্ট্রীসিটি ছিল। এই যদি হয় প্রতিদিনের ঢাকা জেলার অবস্থা তাহলে এলাকার সন্তানেরা লেখা-পড়া করবে কখন-কিভাবে ? যাদের সামর্থ আছে তারা বিকল্প রাস্তা করে নিয়েছে কিন্তু যাদের সামর্থ নাই তারা কি করবে ? আর তাছাড়া সারা দেশের অবস্থা মনে হয় অনেক ভাল। প্রিয় পাঠক সম্ভব হলে আপনিও করতে পারেন আপনার এলাকার এরূপ গুরুত্বপূর্ন ডাটা। যেটা পজিটিভলি নেন বা নেগেটিভলি উভয় দিক থেকেই কাজে লাগতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।