আমাদের কথা খুঁজে নিন

   

আট বাংলাদেশির মৃত্যুদ- যৌক্তিক

সৌদি আরবে বাংলাদেশিদের মৃত্যুদ- কার্যকর করায় অযৌক্তিক কিছু হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস। তিনি বলেন, মৃত্যুদ- পাওয়ার যোগ্য অপরাধের জন্যই তাদের শাস্তি দেয়া হয়েছে। পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস শনিবার নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। কায়েস বলেন, ?সেখানে বাংলাদেশিদের তো আর হত্যা করা হয়নি। বরং এই বাংলাদেশিরাই তো সৌদি আরবের কয়েকজনকে নিয়ে অন্য দেশের একজন মানুষকে হত্যা করেছে।

বিচারিক প্রক্রিয়া শেষে তাদের শাস্তি কার্যকর করা হয়েছে বলেই তিনি মন্তব্য করেন। সচিব বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করলে সৌদি আরবের বিচারকে মানতে হবে। তিনি বলেন, মৃত্যুদ- দেওয়ার প্রক্রিয়া নিয়ে হয়তো আমাদের দ্বিমত থাকতে পারে। তবে এটি না মানার তো কোনো কারণ নেই। পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশে মৃত্যুদ- এখনো একটি বৈধ দ-।

আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যৌক্তিক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন তা জানি না, আমিতো দেখছি সেখানে বিচারিক ব্যবস্থার প্রয়োগ হয়েছে। তিনি আরো বলেন, মানবাধিকারের বিষয়টি ভিন্ন। সেটি নিয়ে তো আমাদের বক্তব্য আছেই। তবে আমরা তো অন্য একটি দেশের আইনের শাসন কার্যকরের বিরোধীতা করতে পারি না।

আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো সমঝোতা করা যায় না বলে মন্তব্য পররাষ্ট্র সচিবের। অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, কোনো দেশে যখন অন্য দেশের কমিউনিটি বড় হয়ে যায়, তখন অন্য ধরনের কিছু জিনিস ঢুকে পড়ে। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। এদিকে ভারতের সঙ্গে আশুগঞ্জ-আখাউড়া ট্রান্সশিপমেন্টকে তিনি পরীক্ষামূলক বলে মন্তব্য করে বলেন, চূড়ান্ত কিছু করার আগে পথটির ব্যাপারে আমাদের জানার প্রয়োজন আছে। তিস্তা চুক্তির ব্যাপারে বাংলাদেশ আগের অবস্থানেই আছে বলে জানান সচিব।

শনিবার তিনি চীন সফরে যাচ্ছেন। সেখানে দেশটির পররাষ্ট্রসচিবপর্যায়ের নিয়মিত বৈঠকে তিনি অংশ নেবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।