নিজস্ব প্রতিবেদক
বার্তা২৪ ডটনেট
ঢাকা, ১৫ অক্টোবর: সম্প্রতি সৌদী আরবে আট বাংলাদেশীর শিরশ্ছেদের ঘটনায় নিন্দা করে গায়ে দড়ি বেঁধে মাথা নিচু করে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলা কমিউনিটি ব্লগাররা।
ম্যাজিক মুভমেন্টের উদ্যোগে শনিবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা অদ্ভূত এ প্রতিবাদ জানায়।
শিরশ্ছেদের দণ্ডপ্রাপ্তদের মতো করে ব্লগাররা সাদা জামা পরে কালো কাপড়ে পুরো মাথা ঢেকে ও সারা শরীর দড়ি দিয়ে বেঁধে রাস্তায় মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে।
প্রতীকি এ প্রতিবাদ দিয়ে আপনারা কী বুঝাতে চেয়েছেন? এ প্রশ্নের জবাবে ব্লগার ‘প্রতিবাদী কন্ঠস্বর’ বার্তা২৪ ডটনেটকে বলেন, শিরশ্ছেদের সময় অসহায় মানুষগুলো যেভাবে হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে ছিল, অবিকল সেভাবে দাঁড়ানোর মধ্য দিয়ে এ বর্বরোচিত ঘটনাকে আমরা কিছুটা অনুভব করতে চেষ্টা করেছি। প্রকৃত ঘটনাটি কী বিভৎস ছিল, সাধারণ মানুষ এর মধ্য দিয়ে কিছুটা হলেও বুঝতে পারবে।
’’
অদ্ভুত প্রতিবাদ দেখে এ সময় রাস্তায় উৎসুক জনতা ভিড় জমায়।
‘হৃদয়ের কথা’ নামের একজন ব্লগার বলেন, ‘‘এভাবে আমরা আমাদের ঘৃণা ও প্রতিবাদ ছড়িয়ে দেব সবখানে। ’’
এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশী মুসা ইব্রাহিম।
সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমরা প্রকাশ্যে এ ধরনের শাস্তির বিপক্ষে। সরকারের আন্তরিক ইচ্ছা থাকলে হয়তোঅভিযুক্তদের রক্ষা করা যেতো।
এটা একটি অমানবিক শাস্তি। এর পরিবর্তে অর্থদণ্ড দিয়ে তাদের মাফ করা যেতো। ’’
বার্তা২৪ ডটনেট/ওয়াইই/ এসএফ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।