শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে ওরা বলে শুধু বলে আমি নাকি বুড়োদের দলে যার একটু সুযোগ খুজতো কথা বলতে আমার সাথে আমায় নিয়ে কত সপ্ন দেখত দিনে রাতে আঙ্গুল কেঁটে লিখত চিঠি কত আবেগ ভরে কাজল ধুয়ে চোখের পানি পড়তো ঝরে ঝরে তারাই এখন দেখলে আমায় উল্টো পথে চলে ওরা বলে শুধু বলে আমি নাকি বুড়োদের দলে। যখন প্রেম করার মন নিয়ে ফোন করি কারো কাছে আগেই আমায় জিজ্ঞেস করে ভাবি কেমন আছে সাগর আর নদী কেমন আছে তারা বুঝতে পারি এই মেয়ে দেবে না প্রেমে সারা তখন মনটা বলে ফোনটা ছেড়ে দড়ি লাগাই গলে। ওরা বলে শুধু বলে আমি নাকি বুড়োদের দলে। ওরা বলে শুধু বলে আমি নাকি বুড়োদের দলে হায়রে যদি ও বা কাওকে বলি হাতে রাখো হাত এমনি ভাবে যাকনা কেটে আজকে সারা রাত বলে ঘরে তোমার বউ আছে আর বাচ্চা কটা দুই মনের মধ্যে ভাব না জাগলে কেমনে তোমায় ছোই আমার প্রেম করার সখ পিসে মারে বয়স যাতা কলে ওরা বলে শুধু বলে আমি নাকি বুড়োদের দলে। এখন হাই পেসারের ধাক্কায় বিছানায় চিত হয়ে রই করি গেস্টিক আলসার নিয়ে কালসার প্রেমের সময় কই সেই প্রেমের ছোয়া পাইনি আজও হাজার চেষ্টা করে ভুল ঠিকানায় প্রেমের চিঠি লিখলাম জনম ভরে এখন অসময়ে প্রেমের মানুষ খুজি চোখের জলে ওরা বলে শুধু বলে আমি নাকি বুড়োদের দলে। তাই থাকতে বয়স কর আয়েশ মনটা ধর মেলে অসময়ে কিচ্ছু হয়না যৌবন চলে গেলে চারিদিকে দেখ চেয়ে যৌবনেরই জয় যৌবন গেলে শুরু হয়রে জীবনেরই ক্ষয় তা সাধ্য থাকতে চলো মনা সাধের নীলা জলে ওরা বলে শুধু বলে আমি নাকি বুড়োদের দলে। ইতি তোমার ভালবাসার ভিখারী মামুন খাঁন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।