আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত-অদ্বিতীয় কবি জীবনানন্দ!

কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা,,,,,, রহস্য-মগ্ন কবির স্বপ্নময়তা বিস্ময়কর।দূরতম নক্ষত্রের শীতল অনুভূতির মতই তা শান্ত,গভীর।প্রকৃতিলগ্ন কবি কল্পনার পাখায় ভর করে পাড়ি দিয়েছেন বহুদূর, এখনে নক্ষত্রে ভরে রয়েছে আকাশ, সারাদিন সূর্য আর প্রান্তরের ঘাস; ডালপালা ফাঁক করে উঁচু উঁচু গাছে নীলিমা কি চায় যেন আমাদের পৃথিবীর কাছে। তারপর কারা কবে কথা বলেছিল ভালবেসে এসেছিল কাছে; তারা নেই তাদের প্রতীক হয়ে কয়েকটি পুরোন গাছ আছে পৃথিবীতে মানুষের আসা যাওয়া তবু শিগগিরই এ মাটির নিজের স্বভাবে মিশে সব লোভ প্রেম যুক্তিহীন ধুলো হয়ে যাবে প্রকৃতির কতশত অনন্ত অমিয়ে। তারপর বিস্মৃতি ধূলোর মত জড়ো হয় যেইখানে- সেই হিম নিস্তব্ধ আঁধারে আজো আমি সেই খানে তাকে খুঁজে পাই নিচের তলায় ঠান্ডা রোগা অন্ধকারে রেলিংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে আলোর বেগের মত প্রাণ ছিল সেই যুবকের; সূর্য আর নক্ষত্রের যেন সে সন্তান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।