কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা,,,,,, বাংলা সাহিত্যের সুন্দরতম কবি জীবনানন্দ।তাঁর কবিতার পরিধি মহাকাশ-সম,গভীরতায় অতল।হাজারো কবিতার ভিড়ে তার যেকোন একটি কবিতাই পাঠককে গভীর শান্তি দান করে,সত্যের পথ দেখায়।কবি শব্দ চয়নে অদ্ভুত,শহজ,আঙিকে অতি-আধুনিক।বহুমাত্রিক,রোমান্টিক,রহস্যময় এই কবির লেখা কিছু অসাধারন লাইন আজ আপনাদের সামনে তুলে ধরছি, এখানে শিশির থেমে গেছে ঘাসের বুকের পরে চুপে। তারপর রোজি তারা সন্ধ্যা হলে আসে এই মাঠে-বসে থাকে ঘাসে লক্ষ লক্ষ তারার আকাশে মনে হয় মাঠের চাঁদের কথা কয় দুজনার প্রানে ঢের শান্তি ও বিস্ময় এরা দুটি পৃথিবীর আঁচলের প্রাণী মনে কোন প্রশ্ন নাই-দ্বিধা নাই জানি নক্ষত্রও চেয়ে দেখে সব এমন নিবিড় স্নিগ্ধ-এমন নীরব ভালবাসা মাটিতেও নয় অসম্ভব! তারপর জীবনের গল্প শুধু আসে একবার শুধু একবার নীল কুয়াশায় নিঃশেষে ফুরায় তারপর মরণের কত শত শতাব্দী পর সেই ধূসর পরিধী খুঁজে পাব আমি স্ফটিক আলোর মত বাতাসের অনন্ত নিস্তবধতার ভিতর.. চলবে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।