আমাদের কথা খুঁজে নিন

   

দাদাগিরিতে সৌরভের বদলে মিঠুন

Simple man. জি-বাংলার জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরিতে এবার আর দেখা যাবে না প্রখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে। তাঁর পরিবর্তে থাকবেন মিঠুন চক্রবর্তী। ২০ অক্টোবর থেকে বেশ জাঁকজমকভাবে শুরু হতে যাচ্ছে জি-বাংলার এই জনপ্রিয় অনুষ্ঠান দাদাগিরি আনলিমিটেডের তৃতীয় পর্ব। দাদাগিরির তৃতীয় পর্বের ফরম্যাটেও খানিকটা বদল হয়েছে। সৌরভের সময়ের জনপ্রিয় ক্যাচলাইন ‘বাপি বাড়ি যা’ থাকছে না।

বদলে এবার আসছে ‘চেকমেট’। সিলেকশন, টস বা গুগলির মতো রাউন্ড থাকছে। তবে পাওয়ার প্লের বদলে আসছে প্যাক-আপ যা পাঙ্গা। কাভার ড্রাইভের বদলে রয়েছে চতুরঙ্গ। শ্লগওভারের বদলে কুইক অর কোয়াক।

নতুন অ্যাংকর মিঠুন চক্রবর্তী এখানে ডান্স বাংলা ডান্সের এমজির আরেক অবতার হিসেবে থাকবেন। তবে ইউনিট সূত্রে জানা গেছে, মিঠুন প্রথম থেকেই বেশ নাটকীয়। সৌরভের পোশাকে খুব একটা বৈচিত্র্য না থাকলেও মিঠুন নানা পোশাকে হাজির হবেন। তবে প্রথম এপিসোডে ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু হিসেবে মিঠুন হাজির হবেন। এরই মধ্যে বেশ কয়েকটি এপিসোডের শুটিং হয়ে গিয়েছে।

এর মধ্যে একটি আবার সেলিব্রিটি এপিসোড। তবে আগামীদিনে সেলিব্রিটি এপিসোডে সৌরভ গাঙ্গুলীকেও দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। সূত্র - প্রথম আলো ১৪/১০/২০১১ইং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।