অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম শেখ হাসিনার ইমান নেই উল্লেখ করে আমিনী বলেছেন, তিনি একই সঙ্গে আল্লাহ ও শয়তানকে খুশি রাখতে চান। রাজধানীর লালবাগে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ ওলামা মাশায়েখ সম্মেলনে কমিটির আমির ফজলুল হক আমিনী এ কথা বলেন।
আমিনী আরও বলেন, 'তিনি(শেখ হাসিনা) যতই কোরআন ও নামাজ পড়ুন তাতে কিছুই হয় না'। ‘শেখ হাসিনা ও বাদশা আকবরের মধ্যে কোনো পার্থক্য নেই। আকবর সব ধর্মকে একত্র করে চিরদিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন।
শেখ হাসিনাও তা-ই করছেন', বলেন আমিনী।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না উল্লেখ করে আমিনী বলেন, শেখ হাসিনা নির্বাচন দিতে চাইলে সব বিরোধী দলকে একত্রে করে সরকার পতনের আন্দোলন করা হবে। প্রয়োজনে টানা হরতাল দেওয়া হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে আমিনী বলেন, ‘আইনের আওতায় সুরঞ্জিত বাবু অপরাধী হলে তাঁর শিরশ্ছেদ করা হবে। আর যদি না পড়েন তা হলে হবে না।
’
আমিনী অভিযোগ করেন, তাঁদের গৃহবন্দী করে রাখা হয়েছে। বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন চালানো হচ্ছে। অচিরেই অলৌকিকভাবে এ অবস্থার অবসান হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘আগামী সরকারে আমরা আসতে পারলে এক নম্বর কাজ হবে বর্তমান সরকারের সাংসদ-মন্ত্রীদের বিরুদ্ধে মামলা করা। যাতে জেল আর আদালতে যাওয়া ছাড়া তাঁরা অন্য কোনো কাজ করতে না পারেন।
মূল লেখা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।