ইরোম সারমিলা ছানু, এক আদিবাসি মেয়ে, যেকিনা ১১ বছর ধরে অনশন করছে।সে বিগত ৪ নভেম্বর ২০০০ সাল হতে আজ অবধি অনশন করছে ভারতের একটি অমানবিক আইন (Armed Forces (Special Powers) Act, 1958) (AFSPA) মণিপুর হতে সরিয়ে নেয়ার জন্য। এই আইনের আওতায় ভারতীয় আর্মি তাদের ইচ্ছা অনুযায়ী যে কাউকে গুলি করতে পারে। এই ১১ বছর ধরে মণিপুরি সরকার তার নাক দিয়ে খাবার দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে। এ ব্যাপারে কারো কোনো মাথা ব্যাথা নাই, অনেক এ হয়তো যানেও না। কারন এই সব খবর কাগজে আসে না। ভারত সরকারও হয়তো কোনো দিন তার কথা জানবে না, কারন তাদেরকে জানানোর মত লোক এর বরই অভাব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।