.... সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে একজন আমিরাতের নাগরিককে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনায় সাত বাংলাদেশিকে আটক করেছে শারজাহ পুলিশ। তারা অপহৃত ব্যক্তির থেকে ১০ হাজার দিরহাম (প্রায় দুই লাখ টাকা) মুক্তিপণ দাবি করে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে সোমবার বাংলানিউজকে এ তথ্য জানান। তবে তিনি ওই বাংলাদেশিদের নাম প্রকাশ করেননি।
আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে দুইজন অপর মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামী এবং একজন ভিসা ছাড়াই দেশটিতে অবস্থান করছিলেন।
শারজাহর আল গার্ভ এলাকার একটি বাড়ি থেকে রোববার তাদের আটক করা হয়।
অপহৃত ব্যক্তির এক বন্ধুকে টেলিফোন করে মুক্তিপণ চাওয়া হলে তিনি পুলিশের শরণাপন্ন হন। এবং পুলিশ ফাঁদ পেতে মুক্তিপণ দেওয়ার সময় একজন অপহরণকারী বাংলাদেশিকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অন্যদের আটক করে।
বাংলাদেশ দূতাবাসের ওই কর্মকর্তা জানান, অপহরণের পর অপহৃতকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
এছাড়া তার গলায় থাকা স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।