আমাদের কথা খুঁজে নিন

   

৩টা মাস এত্তগুলা ডলার পাঠানোর পরে গুগল এডসেন্স বায়বীয় কারণে ব্লক মারছে আমাকে।৩টা মাস এত্তগুলা ডলার পাঠানোর পরে গুগল এডসেন্স বায়বীয় কারণে ব্লক মারছে আমাকে।আমার সমস্যাটা পড়েন আর পরামর্শ দ্যান।আমার সমস্যাটা পড়েন আর পরামর্শ দ্যান।

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি । সমাধান করতে পারলে যা চান তাই খাওয়াবো। তাও সমাধান করে দেন বস। কোন ব্লাক হ্যাট পদ্ধতি ফলো করিনি। সত্যি বলছি।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আমি মোটামুটি ভালই জানি। এ নিয়ে আমি ইন্টারন্যাশনালি কিছু কোম্পানীর সাথেও কাজ করেছি। আমার একটা আর্টিকেল ডিরেক্টরি আছে। এখানে ৫০০০ এর উপর আর্টিকেল আর ৪০০ এর মত আর্টিকেল রাইটার আছেন। এটা ফ্রি ডিরেকটরি।

সুতরাং একেকজন নিজের মত লিখে যায়। এখানে প্রোফাইল এডিট করার সুযোগ আছে। সব রাইটার এর লেখার নিচে তার সম্পর্কে ছোট্ট বিবরণ থাকে। গুগল এনালিটিক্স ব্যবহার করি। ওয়েবমাস্টার টুলসও।

প্রতিদিন ভিজিট থাকে গড়ে ৩৭০ টা। ৯০% আসে আমেরিকা থেকে। গত ৭ দিন ধরে ৩০০০ বারেরও বেশি ভিজিট হওয়া শুরু করে। এবং আগের মতই ৯০% আমেরিকা থেকে আসা (আচমকা ভিজিট বাড়ার সাথে ঘটনার সম্পর্ক আছে কীনা জানিনা !!)। গুগল এডসেন্স থেকে আমি ৩০০ ডলারের উপর ৩ টা চেক পেয়েছি।

আরেকটা এখনও ইস্যু হয়নি সামনের বার হবে। এখন গুগলের বাচ্চা আমাকে আচমকা মেইল করে জানালো “হুসকুমুসকু” এক কারণে এখন তারা আমার সাইটে আর এড দিবেনা। আমি মেইলটা কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। Hello, During a recent review of your account we found that you are currently displaying Google ads in a manner that is not compliant with our program policies (Click This Link). -------------------------------------------------- EXAMPLE PAGE: Click This Link (*** বাই চান্স ওপেন না হলে, উপরের লিংকটার ক্যাশড ফাইলের লিংক দিচ্ছি। Click This Link ) Please note that this URL is an example and that the same violations may exist on other pages of this website or other sites in your network. VIOLATION(S) FOUND: As stated in our program policies, sites displaying Google ads should provide substantial and useful information to the user. Users should be able to easily navigate through the site to find what products, goods, or services are promised. While reviewing your site, our team of specialists determined that it does not comply with the spirit of these guidelines. ACTION TAKEN: We have disabled ad serving to your site. ACCOUNT STATUS: ACTIVE Your AdSense account remains active. However, please note that our team reserves the right to disable your account at any time. As such, we encourage you to become familiar with our program policies and monitor your network accordingly. ব্যাপারটা আমার মাথায় ঢুকল না।

ওরা আজগুবি কী বলতে চায়? কত মানুষকে কত কারণে ব্লক করে, কিন্তু এমন আজব কারণ যে, লেখায় ইউজফুল ইনফরমেশন নাই এই কারণে ব্লক জীবনে প্রথম শুনলাম। আরে, আম্রিকার মানুষ ব্লগে গল্প লিখে না? সেখানে এডসেন্স থাকে না ? ওরা কী গল্পে ইউজফুল ইনফরমেশন পায়? সেখানে এডসেন্স থাকতে পারে, এখানে পারবে না? এখন আমাকে পরামর্শ দিন যে আমি কী করে সাইটে আবার এডসেন্স ফিরিয়ে আনতে পারি !! আমি অন্য একাউন্ট থেকে পারি বটে কিন্তু ওদের কাছে ত সাইট ইনডেক্সড। দুদিন পরে ঠিকই ধরবে। সমস্যার সমাধান হবে কী করে? এডসেন্স ছাড়া অন্য কোন সার্ভিস ব্যবহার করব? বাংলাদেশে পে করে? সিস্টেমটা কী ওদের? বিশ্বস্ত? জ্ঞানীরা পরামর্শ দ্যান ভাই। ছাত্র বয়সে কয়টা টাকা অনেক অনেক লাগে।

ক্লিকসর, এডব্রাইট, চিতিকা আর বিটভার্টাইজার ব্যবহার করলাম। আগে যেখানে দিনে ১০ ডলারের উপর থাকত যেভাবেই হোক, এখন সেটা ১০ দিনেও ৫ ডলার হল না। মূল ব্যাপারটা হচ্ছে, গুগল এডসেন্স কিন্তু আর্টিকেলের কি ওয়ার্ডের উপর বেইজ করে এড দেয়, আর অন্যসব সার্ভিস ফিক্স করে এড দেয়। তাই, পাবলিক খাচ্ছে না। আর্টিকেল ডিরেক্টরিতে হাজারটার উপর টপিক।

যার যেটা ইন্টারেস্ট গুগলে সার্চ করে আসে। সবাইকে একই এড দিলে হবে কী করে? ওদের আমি মেইল করছি, বলে যে দিনে ১ মিলিয়ন ভিজিটর না হলে ওদের এন্টারপ্রাইজ প্যাকেজ দিবে না। এমাজন এর অটো উইজেটও ব্যবহার করলাম। কেউ অর্ডার দেয় না। কমিশান জাংকশান ব্যবহার করলাম, ও ত দেখি অন্য জিনিস।

বাজনার চেয়ে খাজনা বেশি। আপনারা কে কী পরামর্শ দিবেন ভাই?  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।