বহুল প্রতীক্ষিত ‘দোয়েল’ ব্রান্ডের ল্যাপটপ বাজারে আসছে কাল মঙ্গলবার। কাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দোয়েল ল্যাপটপ বিতরণ ও বাজারজাতকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। ‘দোয়েল’ গাজীপুরের টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থায় (টেশিস) সংযোজিত হয়েছে।
টেশিসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইসমাইল আজ প্রথম আলোকে জানান, টেশিসে এ বছরের ৮ জুলাই থেকে ওই নোটবুকের (ল্যাপটপ) পরীক্ষামূলক উত্পাদন শুরু হয়। এসব ল্যাপটপের আকার হবে ১০ ইঞ্চি।
প্রাথমিকভাবে চারটি মডেলের ল্যাপটপ উত্পাদন করা হচ্ছে। এগুলো হলো দোয়েল প্রাইমারি নেট-বুক, দোয়েল বেসিক নেট-বুক, দোয়েল স্ট্যান্ডার্ড নেট-বুক ও দোয়েল অ্যাডভান্স নেট-বুক। উত্পাদিত এসব ল্যাপটপের মূল্য হবে যথাক্রমে সাড়ে ১০ হাজার, সাড়ে ১৩ হাজার, ২০ হাজার ৫০০ ও ২৬ হাজার ৫০০। সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটকের বিভিন্ন সেন্টারে দোয়েলের বিপণন-কার্যক্রম চালানো হতে পারে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কালই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।