ব্রেন হ্যামারেজে আক্রান্ত জগজিৎ সিং ২৩শে সেপ্টেম্বর ভর্তি হন মুম্বাই এর লীলাবতী হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮`১০ মিনিটে ইহলোক ত্যাগ করেন গজল কিং হিসেবে খ্যাত এই জনপ্রিয় শিল্পী।
গজলের কিংবদন্তী গায়ক জগজিৎ সিং ভারতের রাজস্থানের গংগানগরে জন্ম নেন ১৯৪১ সালের ৮ই ফেব্রুয়ারী। তার পিতা সরকারী কর্মকর্তা অমর সিং ধীমান এবং মাতা বচন কৌড়। ৪ বোন আর ২ ভাইয়ের মধ্যে সবার প্রিয় ছিল "জিৎ"(তার ডাকনাম)
খালসা হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশ পাস করে ভর্তি হন গংগানগরের সরকারী কলেজে।
আর গ্রাজুয়েশন করেন জলান্ধরের ডাভ কলেজ থেকে।
ছোট বেলা থেকেই গান পাগল ছিলেন তিনি। প্রথম দুই বছর গান শেখেন ওস্তাদ চগনলাল শর্মার কাছে পরে ছয় বছর তালিম নেন খেয়াল,ঠুমরী আর ধ্রুপদী সংগীতের উপর ওস্তাদ জামাল খানের কাছে। বিয়ে করেন আরেক গানের দিকপাল চিত্রা সিং কে ১৯৬৯ সালে।
পান্জাব ইউনিভার্সিটির ভিসি প্রয়াত সুরাজ ভানের উৎসাহে ১৯৬৫ সালে মুম্বাই আসেন গানের জগতে পা রাখার জন্য।
পেয়িং গেস্ট হিসেবে এক বাড়ীতে থেকে চলতে থাকে জীবন সংগ্রাম। জিংগেল আর স্টেজে গান গাওয়ার ফাকে চলতে থাকে বিভিন্ন সুরকার আর পরিচালকের বাসায় দৌড়ান।
গুজরাটি পরিচালক এবং স্কাড কন্সাল্টেন্সি প্রা: লিমিটেডের মালিক সুরেশ আমিন জগজিৎ সিংকে প্রথম সুযোগ দেন তার গুজরাটি ছবি ""Dharati Na Chhoru" ছবিতে। তখন থেকেই সুরেশ আমিনের সাথে ভাল একটি সম্পর্ক গড়ে ওঠে তার। আর তাই ১৯৯৮ সালে সুরেশ আমিন মারা গেলে তার স্মরনে জগজিৎ সিং আয়োজন করেন বিশাল এক কনসার্ট আর তার স্মরনে রচনা গান বিখ্যাত গান "" Chitthi Na Koi Sandesh "
১৯৭০ সাল ছিল জগজিৎ সিংয়ের জীবনের টার্নিং পয়েন্ট।
যদিও ঐ সময় গজলে বিখ্যাত ছিলেন Noor Jehan, Malika Pukhraj, Begum Akhtar, Talat Mahmood এবং Mehdi Hassan.তারপর ও জগজিৎ ৭০ সাল থেকেই মানুষের মনে জায়গা করে নিতে থাকেন তার মহনীয় কণ্ঠের জন্য।
১৯৭৬ সালে এইচ এম ভি থেকে বের হয় জগজিতের প্রথম একক এলবাম The Unforgetables। খুব হিট ছিল এ্যালবামটি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার। স্ত্রী চিত্রা সিং এর সাথে বের হয় Ecstasies, A Sound Affair এবং Passions.আর এ সব গুলি এ্যালবাম ছিল সুপার হিট।
১৯৯০ সালের প্রথম দিকে জগজিৎ সিং সুর আর ছন্দের এক্সপেরিমেন্টাল এ্যালবাম Beyond Time। সাথে সাথে এগোতে থাকে চিত্রার সাথে ডুয়েট 'Someone Somewhere' এর কাজ। কিন্তু এই ৯০ সালেই ঘটে তার জীবনের সবথেকে দু:খজনক ঘটনা। ১৯৯০ এর ২৮ শে জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যায় তাদের একমাত্র পুত্র বিবেক ২১ বছর বয়সে। 'Someone Somewhere' ছিল চিত্রা সিং এর গাওয়া শেষ গান।
ছেলে মারা যাবার পর গান গাওয়া ছেড়ে দেন চিত্রা সিং।
জগজিতের আরো কিছু হিট এ্যালবাম হল Hope, In Search, Insight, Mirage, Visions, Kahkashan (meaning "Galaxy"), Love Is Blind, Chirag প্রভৃতি। লতার সাথে তার Sajda এ্যালবামটি একটি মাইলফলক হয়ে রয়েছে। Arth, Saath Saath, Premgeet ,Dushman, Sarfarosh, Tum Bin ,Tarkeeb সহ অসংখ্য হিন্দী ছবিতে গেয়েছেন কালজয়ী অনেক গান।
এসব ছাড়াও অসংখ্য এ্যালবাম আছে ভজন ও গুরুবানীর।
জীবনে পুরস্কার পেয়েছেন অগনিত কিন্তু সবথেকে মুল্যবান হল ২০০৩ এ পাওয়া ভারত সরকারের সবথেকে বড় পুরস্কার পদ্মভূষন।
আশ করা যা্য গজল প্রিয় মানুষ যতদিন থাকবে ততদিন থেকে যাবে এই সদ্যপ্রয়াত গজল কিং এর নাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।