আমাদের কথা খুঁজে নিন

   

আসো কাছে মেরুন রঙের ফুল

আসো পাখি হই। অথবা সে পাখি হয়ে জলে নেমে পড়ি.. জল জল খেলা বড় ভাল লাগে আসো পাতি হাঁস হয়ে থাকি। আসো যাই ঘুরে আসি জংগলে ঢুকে পড়ি বুনো পাতা হয়ে পাখায় পাখায় নামে রাত,নেমে পড়ে সারারাত তারা; অজরবিনাশি! আসো আর একবার প্রেম হোক না হোক ছুঁয়ে আসি তাকে ছুঁলে যদি পাপ কাটে বেহুলার ঘর! ছুঁলে যদি প্রেম হয় আমাদের আবার! আসো কাছে মেরুন রঙের ফুল ঝড়ের তরঙ্গ পথ বেয়ে আসো নদী পালানোর পথ পাবে অথবা যদি পাখি হও হতে চাও , হও শ্বাসমূল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।