আমাদের কথা খুঁজে নিন

   

##লগ আউটে নয় লগইন-এ চাইই##

স্বার্থপরতার নাম যদি হয় চালাকি - থাকতে চাই বোকা, করতে চাই বোকামি।“বোকামন” কখনো বৃদ্ধ, কখনো শিশু আবার কখনো যুবক .... (আমি বোকামনের হয়ে লিখছি ! তাই সাহিত্যের শিল্পগুন-মান হীন পোস্টগুলোর জন্য ক্ষমাপ্রার্থী) ঝগড়া নয় সমাধান চাই তর্ক নয় আলোচনা চাই হিংসা নয় ভালোবাসা চাই পদদলিত নয় দাড়াতে চাই দূরে দূরে নয় পাশাপাশি চাই জ্বালাতে নয় ভাবাতে চাই ছিঁড়তে নয় জুড়তে চাই আমি তুমি নয় আমরা হতে চাই বাক্যে নয় নীতিতে চাই মারতে নয় বাচাতে চাই মত-বিভেদে মত প্রকাশ চাই ফেরেশতা নয় মানুষই চাই সমালোচনা নয় পরামর্শ চাই জানতে চাই জানাতে চাই শাসাতে নয় শাসন চাই ভয়তাল নয় হরতালই চাই নিজ-তন্ত্র নয় গণতন্ত্র চাই করুণা নয় অধিকার চাই বারণ নয় বুঝাতে চাই কুটকেীশলে নয় সংকল্পে চাই বিপথে নয় পথে পথে চাই সুখ-দুখে এক হতে চাই মন ভাঙাতে নয় সান্ত্বনা চাই অনেক নয় একটু একটু চাই পরাধীনতা নয় স্বাধীনতা চাই মানবজটের কোলাহলে চাই মজলুমের সংগ্রামে চাই জালিমের আস্তানা ভেঙে দিতে চাই বিশ্বাসে চাই ভক্তিতে চাই সুরের মাঝে ছন্দতে চাই সুন্দরের মাঝে ভালোলাগা চাই সমুদ্রের গভীরতা চাই আকাশের নীল চাই থাকতে চাই রাখতে চাই রংধনুর সাত রঙেতে চাই হাতে হাত ধরে এগোতে চাই অযত্নে নয় সযত্নে চাই বিভাজন নয় আয়োজন চাই অসাধারণ নয় সাধারণে চাই কাদাতে নয় হাসাতে চাই হাসির মাঝে ভুলে যেতে চাই লগ আউটে নয় লগইন-এ চাই লক্ষ্যপূরনে লেগে থাকতে চাই স্বদেশে চাই প্রবাসে চাই সাথেই আছি জেনে নিয়ো ভাই যদি বেশী করি চাই চাই আমার চাওয়া হবে কি পাওয়া !!! তবুও আমি চেয়ে থাকতে চাই কখনো হয়তো পাবো দেখা পেয়েছিনু অনেক মন ভরে নাই আমরা সবাই মিলে পেতে চাই ………. -একটি একান্তই বোকামন ভাবনা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।