শাকিলা তুবা একদিন সব দ্বিধা ঝেড়ে চলে যাব যাযাবর মেঘ, তোমার নকশীকাটা জানালায় একদিন বাঁশীর কোমল সুরে তুলে নিও আমাদের পলাতক ছায়া একদিন নদীর জলে আকাশের ছায়ায় মিশে যাবে কেউ কেউ আমরা কি কোনদিন বলিনি, নিজেকে উজাড় করে না দিলে প্রাপ্তি আসেনা? সব মেঘেই বৃষ্টি ঝরে না, তা বলে আকাশ তো বন্ধ্যা নয়। রাতের হুইসেল বাজিয়ে ট্রেন চলে যায় ঝিকঝিক আয়নায় প্রতিফলিত চোখে চোখ পড়তেই শিউরে ওঠে কোন আদিযুগ হৃদয়ে বোষ্টুমীর একতারা বেজে ওঠে টুং টুং--- ‘সময় গেলে সাধন হবে না’ কোন সময় কোথায় গেলে পরে সাধন পূর্ন হয় কে জানে! সুপ্ত মেধা ছায়ার মতো টেনে নিয়ে যায় তোমাকে কোন অজানায় ঘরের ভেতর ফুল ফুটছে, মেঘ ভাসছে শংকিত পাখি নিজেকে চেনে না, নিজেই রুদ্ধ করেছ খাঁচার দুয়ার একদিন ঘরে ফিরে আসব তোমার পুরনো জানালা ধরে, জানালার মেঘ যদিও জানি তোমরা বরাবর জন্মাও, প্রেম তো জাতিস্মর নয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।