আমাদের কথা খুঁজে নিন

   

এখন আমার জীবনে চলতেছে পাটেরবাগ গ্রহের শনির দশা

ইশতিয়াক একটা সময় ছিল যখন আমি যেদিকেই যাইতাম সব খানেই বরিশালের মানুষ ক্লোজ ফ্রেন্ড বরিশালের ক্লোজ মেয়ে ফ্রেন্ড বরিশালের ক্লোজ এনেমি বরিশালের একমাত্র স্টুডেন্ট বরিশালের এক স্টুডেন্ট আরেক জনকে এনে দিল বরিশালের নিকটতম প্রতিবেশী সেও বরিশালের কম্পিউটার ঠিক করতে যাইতাম বেশিরভাগের গ্রামের বাড়িই বরিশাল শেষে পর্যন্ত আমি নিজেও ভাবতে শুরু করছিলাম আমার গ্রামের বাড়ি বরিশাল কলোনির গেটে পাস বানাইতে গেলে গ্রামের বাড়ি লিখা শুরু করছিলাম বরিশাল পুরা লবডঙ্ক মার্কা অবস্থা এই বরিশাল গ্রহের শনির দশা আমার জীবনে কেটে গেছে পাটেরবাগ গ্রহের আগমনের পরেই ফেইসবুকে ক্লোজ ফ্রেন্ড ২ জন ছিল পাটেরবাগের পরে ১ জন ক্লোজ ফ্রেন্ড থেকে আরেকটু ক্লোজ বানাইতে চাইলাম হয়ে গেলো ক্লোজ এনেমি বাট এনেমি হওয়ার আগেই যা সর্বনাশ করার সে করে রেখে গেছে এখন ঘুমাইলেও দেখি পাটেরবাগ ঘুম থেকে উঠলেও ভাবি পাটেরবাগ ফেইসবুকে ঢুকলেও পাটেরবাগ ঠিকানা লিখতে গেলেও "গাজীপুর" এর "গা" না লিখে ফেলি "পা" এতো দিন পরে একটা কোর্স করতে গেলাম সেখানেও পরিচিত হইলাম একজন পাটেরবাগের সাথে এখন আমার জীবনে চলতেছে পাটেরবাগ গ্রহের শনির দশা এইটা কবে যাইব, কেমনে যাইব, আদতেই যাইব কিনা কে জানে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।