আমাদের কথা খুঁজে নিন

   

কম পুঁজি খাঁটিয়ে ভাল ব্যবসা

ক্যারিয়ার নিয়ে কিছু কথাঃ কম পুঁজি খাঁটিয়ে ভাল ব্যবসা কিছু কৌশল খাটাতে পারলে যে কেউ সামান্য পুঁজি খাঁটিয়ে খুব ভাল আয় করতে পারেন। প্রয়োজন শুধু মেধা, শ্রম এবং ধৈর্য্যের। অনেকে মনে করেন ব্যবসা শুরু করতে অনেক মুলধনের প্রয়োজন; কিন্তু এ চিন্তাটা সর্বক্ষেত্রে প্রযোজ্য না। সমাজে যারা সামর্থ্যের সীমাবদ্বতার কারনে কিংবা কম ঝুঁকিতে স্বল্প পুঁজি নিয়ে ছোটখাটো ব্যবসায় নামতে চান তারা এখনই এগিয়ে আসতে পারেন। কিন্তু কম্পিউটার, ইন্টারনেট ও প্রযুক্তি সম্পর্কে তাদের একটু জ্ঞান থাকলেই তারা খুব দ্রুত ব্যবসায় উন্নতি করা সক্ষম হবে।

ব্যবসার ধরনঃ মোবাইল সামগ্রী দিয়ে হয়ে যাক সূচনাঃ মাত্র ৫০ হাজার থেকে এক লাখ টাকা মুলধন খাঁটিয়ে আপনি শুরু করতে পারেন এই ব্যবসাটি। প্রথমত, মোবাইলে টাকা রিসার্জ, চার্জার, ব্যাটারি, মোবাইলের কভার ইত্যাদি বিক্রি করতে পারেন আপনার দোকানের পন্য হিসেবে। এরপর ধীরে ধীরে সিডি বিক্রি, মোবাইলে গান ডাউনলোড এবং মোবাইল সার্ভিসিংযের উপর সংক্ষিপ্ত কিছু কোর্স করে আপনিও করতে পারেন মোবাইল সার্ভিসিং। ধারাবাহিকভাবে ফটোকপি, কম্পিউটার কম্পোজ, টাইফিং। ক্রমান্বয়ে ব্যবসার উন্নতির উপর নির্ভর করে বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও সম্পাদনের কাজ করতে পারবেন।

এ ব্যাপারে ঢাকার বাসাবো এলাকার এ ধরনের একটি দোকান দিয়ে সাঈদ উদ্দিন সৌরভ নামের একজন সফল ব্যবসায়ী এখন সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করেন। যিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ২০০০ সালে মাত্র ৫০ হাজার টাকা মুলধন নিয়ে অডিও-ভিডিও ব্যবসা শুরু করেন। ব্যবসার পাশাপাশি সরকারী তিতুমীর কলেজ থেকে তিনি তার গ্রেজুয়েশন শেষ করেন। পরে সময়ের চাহিদা অনুযায়ী তিনি তার ব্যবসার ধরন পরিবর্তন করে ‘মোহনা টেলিকম’ নামের একটি দোকান খুলে কম্পিটারের মাধ্যমে গান লোড, সফটওয়ার প্রদান ও মোবাইল সার্ভিসিং সহ বিভিন্ন ধরনের কাজ শুরু করেন। পাশাপাশি মোবাইলে টাকা রিসার্জ, মোবাইল কার্ড, সিম, মোবাইলের কভার, ক্যাচিং ইত্যাদি সহ মোবাইলের সব ধরনের খুচরা যন্ত্রপাতিও বিক্রি শুরু করেন।

বর্তমানে তার তিনটি দোকান। অচিরেই তিনি নতুন ধরনের ব্যবসা শুরু করার জন্য আরেকটি দোকান চালু করতে যাচ্ছেন। আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কত দ্রুত আপনি এই ব্যবসা শুরু করে সাবলম্বী হবেন। তাহলে আর দেরী কেন পড়ালেখার পাশাপাশি এখনি শুরু হয়ে যাক আপনার নতুন ব্যবসায় পদযাত্রা। যেভাবে শুরু করবেনঃ এ ব্যবসায় নামতে হলে আপনাকে অবশ্যই কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কে ছোট খাট একটা ধারনা থাকতে হবে।

পাশাপাশি কঠোর পরিশ্রম করার মানসিকতা গড়ে তুলতে হবে। এ ধরনে দোকানে কয়েক মাস কাজ করার মাধ্যমেও নিজেকে তৈরী করে নিতে পারেন। অবশেষে দোকান ভাড়া, সাজসজ্জা- আসবাবপত্র ও কম্পিউটারসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের খরচপাতি হিসেব করে পুঁজি সংগ্রহ করুন এবং ধীর স্থীরে ব্যবসায়ে নেমে পড়ুন। মনে রাখুন কিছু কথাঃ অত্যন্ত নিঁখুতভাবে আয় ব্যয়ের হিসেব রাখা এবং নিয়মিত দোকান খোলার মনমানসিকতা গড়ে তুলতে হবে। অবৈধ ও অনৈতিক কাজ থেকে সম্পূর্ন বিরত থাকতে হবে।

সময়ের সাথে তাল মিলিয়ে প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করতে হবে। সবার সাথে সুন্দর ব্যবহার দেখিয়ে গ্রাহক টানতে হবে এবং নিজেকে কর্মের মাধ্যমে গ্রাহকের নিকট বিশ্বস্ত করে তুলতে হবে। কম্পিটার যাতে ভাইরাসে আক্রান্ত না হয় সে ব্যাপারে খুব সচেতন হতে হবে। কারন এতে ব্যবসার ব্যাঘাত সম্ভাবনা থাকতে পারে। এছাড়া সফল ও সাবলম্বী হতে সততা, একাগ্রতা, পরিশ্রম এবং মৃতব্যয়িতাকে অধিক গুরুত্ব দিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।