আমাদের কথা খুঁজে নিন

   

আজ কোন কথা নেই, কেবল দেখা

অনেকদিন ধরে ভাবছিলাম, সামহোয়াইরইন ব্লগে লিখব। আজ আর অপেক্ষা না করে নিজের আ্ইডি খুলেই ফেললাম। এখন অনেক রাত। আকাশে একটা ভাাঙ্গাচুরা চাঁদ ঝুলে আছে। চাঁদটা দেখেই বাড়ি কখা মনে হল তীব্র ভাবে।

কতো দিন এভাবে চাঁদ দেখিনা! মনে পড়ে গোবিন্দপুর গ্রামের একটু দুরে জলদিঘির সবুজ দূর্বাসবুজ ঘাসে শুয়ে শুয়ে সিপন, রকব, সুমন, আবেদ, জুবায়ের, তোফায়েল, রুবেল, মুক্তার, সুলতান, আলমগীর সহ আরো আরো বন্ধুরা মিলে চাঁদ দেখতাম। খুনসুটি করতাম। মনে পড়ে জলদিঘির একটু কাছে শমসু সর্দারের বাড়ির কাছে জলপাইযের গাছ, আর জলপাই চুরি। আজ ঘুমাবো। কাল লিখবো।

ভালো থাকো সবাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।