ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ পুরো যুক্তরাষ্ট্রেই ছড়িয়ে পড়েছে ওয়ালস্ট্রিট-বিরোধী বিক্ষোভ। গতকাল বুধবার দেশটির বাণিজ্যিক রাজধানী নিউইয়র্কে বড় ধরনের প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষোভকারীরা। কর্পোরেট দৌরাত্ম্যের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয় অন্যান্য শহরেও। বিক্ষোভকারীরা বলছেন, সরকার ধনীদেরই সব সুবিধা দিচ্ছে, যারা মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ। বাকি ৯৯ শতাংশের প্রতি সরকারের খেয়াল নেই।
এদিন ম্যানহাটানে শ্রমিক ইউনিয়নগুলো বিক্ষোভে যোগ দিলে তা বিশাল আকার ধারণ করে। তাদের প্রতি সমর্থন ব্যক্ত করে ওই শহরের ছাত্র সংগঠনগুলোও।
২০০৮ সাল থেকে দেশটিতে সাধারণ নাগরিকরা উচ্চ বেকারত্বসহ যেসব সমস্যায় ভুগছেন, তা সমাধানে সোচ্চার হয়ে উঠেছেন মানবাধিকারকর্মীরা। গত সপ্তাহে ব্রুকলিন ব্রিজ থেকে প্রায় ৭০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।
গতকাল বুধবার বোস্টন, শিকাগো, লসঅ্যাঞ্জেলেস ও সানফ্রান্সিসকোতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ওয়ালস্ট্রিট-বিরোধী এ প্রতিবাদ কর্মসূচি তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হয় নিউইয়র্কে। শহরটিতে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারী সমাবেশে অংশ নেন। তাদের সাথে যোগ দেন শ্রমিক ইউনিয়ন, পেশাজীবী সংগঠন ও মানবাধিকারকর্মীরা।
ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স’র প্রেসিডেন্ট মাইকেল মুলগ্রিউ বলেন, এই আন্দোলনের ব্যাপারে আমাদের কর্মীরা খুবই আগ্রহী।
তিনি আরো বলেন, দেশের পরিস্থিতি অবনতির দিকে। আমরা আমাদের পরিবার ও সন্তানদের জন্য লড়াই করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।