আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাঁ, আমি হতাশাবাদী

আমিই সেই জন, যাকে খুঁজিয়াছ অকারন... আমি যে এর শেষ দেখেছি দেখে ফেলেছি পথের শেষে পঁচা ডিমের স্তুপ নাকে পেয়েছি ভুড়ি-উল্টানো দুর্গন্ধের স্পর্শ। দুটি অভুক্ত শিশুর তীক্ষ্ণ-তীব্র-বুকফাটা আর্তনাদও শুনেছি যাদের তোমার লোকজন পিটিয়েছে লালবাগ কেল্লার মোড়ে। অপরাধ?? চুরি। অবশ্যই আমরা ছোটবেলায় জোরে জোরে পড়েছিলাম আর মুখে জমিয়েছিলা উষ্ণ ফেনা- "চুরি করা মহাপাপ। " সেজন্যেইতো পিচ্চিদুইটা মহাপাপের শাস্তি পেয়েছে শাস্তি দিয়েছে তোমারি ভাই- ব্রাদাররা।

মুখের ফেনা তাদের বৃথা যায় নাই। এটাতো শুধু দুই ঘন্টা তিরিশ মিনিটের সিনেমার একটি দৃশ্য। আরো কত চোর-বাটপার-পতিতা যে আছে তোমাকে বলতে গেলে আমার A4 TECH এর কীবোর্ডের কীগুলো ডেবে যাবে। আমাদের সিনামার ভিলেনদের কয়েকজনকে তুমি চিনবে হয়ত ওই যে এক বাটপারকে পুলিশ জনতার হাতে তুলে দিল তোমার ভাই-ব্রাদারদের আবারো পুরুষত্ব প্যান্টের নিচ থেকে আস্ফালিত হল বাটপারকে সোজা দোজখের গেটে "বিদায়" জানিয়ে তবেই তারা ঘরে ফিরল সেদিনরাতে তারা হয়ত বৌদেরকে দিয়েছিল পূর্ন যৌনশান্তি; রাগমোচন হয়েছিল প্রতিটা বৌয়ের। এসএসসি বা এইচএসসির রেজাল্টের পর নীল ড্রেশপড়া যে মেয়েগুলা সবচে বেশি লাফায় তাদের ভেতরের একজন নাকি স্যারের সাথে সঙ্গমে লিপ্ত হয়েছিল।

কত বড় সাহস "মাগীর"!! এটা ধর্ষন না; মিচুয়াল সেক্স। বলেছে কে জানো?? হোসনে আরা। এবং সে এখনো বহাল তরিয়তে তার স্বামির সাথে মিচুয়াল সেক্স করে যাচ্ছে। অথবা হয়ত অন্য কারো সাথে। কারন সে আবার তোমার সরকারের মন্ত্রীদের যে প্রধান তার সখী হন।

আর এই দৃশ্যের যে নায়ক পরিমল সে যদি কখনো জেল থেকে "রাজনৈতিক মামলা প্রত্যাহার" এর কারনে বেরিয়ে এসে "মাই নেম ইজ পরিমল এন্ড আই এম নট এ রেপিস্ট" নামে সিনেমা করে বিষ্মিত হয়ো না প্লীজ। কেন?? আরে মিয়া এইটা কোন কোশ্চেন হইল?? ওর বাড়ি যে গোপালগঞ্জ। এই চোর-বাটপার-বেশ্যারা হল আমদের সিনামার ভিলেন। নায়কদেরকেও চিনবা- তোমার ভাই-ব্রাদার,পরিমল,হোসনে আরা-এরা। আমারে হতাশাবাদী বল- ভালো।

তোমার এই নায়কদের জন্য আমি আশার বাণী নিয়া আসব?? ?? এরচে আল্লাহ আমার উপড়ে গজব ফালাক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.