বাসায় নিজের পিসি আর নেট কানেকশান নেওয়ার পর থেকে প্রথম দিকে ভিবিন্ন পত্রিকা/ব্লগ পড়তাম। একদিন ভার্সিটিতে এক বন্ধুর কাছথেকে সামুর নাম শুনলাম। 'সামহয়ার ইন ব্লগ' বলা যায় অসাধারণ একটা নাম। এই নাম শুনেই পাগল হয়েছিলাম, সেই থেকে আমি সামুর নিয়মিত পাঠক। টেকনোলজি বিষয়ক লেখাগুলো একটু বেশি পড়ি, তবে ভালো লেখকদের সব রকমের লেখাই পড়ি। ভালো লাগা লেখক অনেক তাই কারো নাম বলবোনা বাইচান্স অন্যজন বাদ পড়ে যান এই ভয়ে। লেখার যোগ্যতা নেই বলেই এতদিন একাউন্ট খুলিনি। আজ খুললাম মানে এই না যে লেখার যোগ্যতা হয়ে গেছে, আসলে হঠাৎ করে খুলে ফেললাম। সবার জন্য শুভ কামনা রইলো। (আর এগোচ্ছেনা লেখা তাই শেষ করে দিলাম)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।