আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনার শান্তিতে নোবেল এবং হানিফের পারসোনা স্পা কক্ষে সাংবাদিক সম্মেলন।

আজ ৫ই অক্টোবর ২০১১, বাংলাদেশের জন্য এক শোকাবহ দিন। বিশ্বের একমাত্র সর্বোচ্চ (১০ এর অধিক) পিএইডি ডিগ্রি ধারী প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মানসী, ডিজিটাল বাংলাদেশের সপ্ন বাহক ও ধারক, বাবার সপ্ন বাস্তবায়নে উজ্জীবিত এক নারী, সদ্য জাতিসংঘে শান্তির মডেল উপস্হাপনকারী, বাংলাদেশে জাবির মানিকের মত হাজার হাজার সোনার ছেলেদের অভিভাবক, গবুচন্দ্রের মন্ত্রীসভার রানী, বাংলাদেশের ১৬কোটি অভাগা মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনা!! কোটি কোটি ডলারের বিশ্বব্যাপি লবিং এবং সদ্য জাতিসংঘে শান্তির মডেল উপস্হাপন করেও ২০১১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পায়নি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশে বিরোধীদলের প্রতি দরদী কন্ঠস্বর শেখ হাসিনা। আমি, ১৬কোটি অভাগার একজন, মাননীয় প্রধানমন্ত্রীর এই দুর্দিনে সহানুভূতি প্রকাশ করতেছি। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন তাকে এই শোক কাটিয়ে উঠার মত মানসিক শক্তি দান করে এবং সাথে সাথে নোবেল কমিঠি কে নিন্দা জানাই তারা কেন অর্থের কাছে মাথা নত করল না। বর্তমানে অর্থই সকল সুখের মূল, এই বাক্যের মর্ম তারা বুঝল না কেন? আমি এর মধ্যে স্থুল ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন না দিয়ে নোবেল কমিঠি পরোক্ষভাবে যুদ্ধাপরাধীদের পক্ষ অবলম্বন করেছে।

এই কাজের জন্য নিন্দা জানাই। মাহবুবুল আলম হানিফ কিছুক্ষণ আগে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেছেন। জনপ্রিয় টিভিচ্যানেল কালোঘোড়া পারসোনার স্পা স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করেছে এই সাংবাদিক সম্মেলন। যদিও কালো ঘোড়া টিভি চ্যানেল সাংবাদিক সম্মেলনের টিভি স্বত্ব কিনে নিলেও অনেক টিভি চ্যানেল স্পা কক্ষের হিডেন ক্যামেরার মাধ্যমে সরাসরি সম্প্রচার করেছে বলে অভিযোগ করেছে কালোঘোড়া টিভি কতৃপক্ষ। সাংবাদিক সম্মেলনে হানিফ সাংবাদিকে দের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমরা দারন ভাবে হতাশ।

নোবেল কমিঠি আমাদের সাথে যোগাযোগ করলে ভালো হত। আগে যোগাযোগ করলে আমরা যুদ্ধাপরাধীদের বিষয়ে একটি সমাধানে আসতে পারতাম। গ্রামীন ব্যাংকের ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি নোবেলের কত দাম। এই বছরের মধ্যে নেত্রীর জন্য আরও দুটি ডক্টরেট ডিগ্রি কেনা হবে বলে সাংবাদিক সম্মেলন সমাপ্ত করেন। (একটি ফান পোস্ট) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।