দৃষ্টিভঙ্গি বদলান, জীবনটাই বদলে যাবে। প্রিয় মতি, আশা করি ভালো আছ। কতদিন তোমার সাথে দেখা হয় না। শুনলাম এর মাঝে তোমার পত্রিকা প্রথম আলো নাকি ১২ বছরের মেয়ের শরীর দেখিয়ে ব্যবসা ফেঁদেছে। ছবিটি আমরা দেখেছি।
ভবিষ্যত পরিমল জয়ধর তৈরিতে একটি খুবই ভালো অবদান রাখবে। তুমি আরও বড়ো হবে। যাই হোক, যে জন্য এই চিঠি। পারসোনার হিডেন ক্যামেরা নিয়ে তোমার স্টান্টবাজি আমাদের সবার নজর কেড়েছে। তোমার আসলে তুলনা হয়না।
এত ভন্ডামি পারো তুমি! হিডেন ক্যাম স্ক্যান্ডালের চারদিন গড়িয়ে গেল কিন্তু তোমার বান্ধবী কানিজকে নিয়ে তোমরা কোন নিউজ ছাপোনি। ঠিক যেমন ছাপোনি পরিমল জয়ধরকে নিয়ে। কিন্তু অবশেষে তুমি নিউজ ছেপেছ। বলেছ ‘পারসোনার সিসি টিভিতে আপত্তিকর কিছু পাওয়া যায়নি’। প্রিয় মতি, ঘটনার পর মাছরাঙ্গা টেলিভিশন সহ অন্তত এক হালি গণমাধ্যমে খবর এসেছে পুলিশের সামনে পারসোনা আপোসরফা করে সেই ভিডিও ডিলিট করে ফেলেছে।
শুরু থেকে এ খবর তোমরা একবারও ছাপলে না। মারধর হল, থাপড়াথাপড়ি হল, পুলিশের সামনে পারসোনার ‘পুলিশ ডেকো না’ আপসরফা হল, তারপর ভিডিও ডিলিট হল। আর এই সবকিছুর পর তুমি নিউজ ছাপলে, ‘কিছু পাওয়া যায় নি’। তুমি কার স্বার্থ দেখ মতি? আমাদের গ্রামে একটা কথা আছে, ‘বাড়া ভাতে হাগা’। তুমি হচ্ছ বাড়া ভাতে হাগা।
তুমি পাবলিককে নিউজ বেঁচ, তার জন্য কর্পোরেটরা তোমায় পয়সা দেয়, কিন্তু সেই পাবলিকের বাড়া ভাতে তুমি হাগু করো। সেই পাবলিকের মেয়েকে যখন পরিমল রেপ করে ভিডিও করে, তুমি তখন তার বিপক্ষে গিয়ে লেখ ‘সে স্কার্ট পরে কোচিং-এ গিয়েছিল’। সেই পাবলিকের বউকে যখন পারসোনা ভিডিও করে ঠাডায়ে চটকনা খাওয়ার পর ডিলিট করে দিতে বাধ্য হয়, তখন তুমি লেখ ‘কিছু পাওয়া যায়নি’। মতি, তুমি আজকের চাপাবাজ না। বহুত পুরানা মাল।
কিন্তু তোমার ঐ পুরানা আমলে ইন্টারনেট ছিল না। আজকে আছে। এই সময়ে তুমি চাপাবাজি করতে পারো, কিন্তু গালি খাবা পদে পদে। এই পেইজটাই দেখ। ছয়মাসে আড়াই হাজারের উপরে মেম্বার হয়েছে।
তার কারণ এই না যে এই পেইজে ফ্রি খাবার বিলানো হয়। কারণ হচ্ছে তোমার চাপাবাজি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।