হৃদয়ের দু'পাট ঠেলে স্মৃতিরা ঝড় তোলে দুঃখক্রোধে।
তোর আগমনে মন আমার নেচে উঠে অকৃত্রিম উল্লাসে।
তোর স্পর্শে শান্তির আভায় সুশোভিত হয় আমার পৃথিবী।
তুই আমার বেচে থাকার অবলম্বন।
আমার মন খারাপে তুই ছুটে আসিস
আমি ঝাপটে পড়ি তোর বুকের ভেতরে, হৃদয়ের গভীর গহনে।
তোর দেহে মিশে একাকার হয়ে জমাট বাধা বেদনা ঝরে জলাশয়ে।
তোর পরশে কষ্ট ভুলে , মনকে বোঝই, সাজাই নতুন স্বপ্ন সুখে।
গভীর রাতে ক্লান্ত সবাই ঘুমিয়ে আছে গভীর ঘুমে
অন্ধকারে বসে আছি আমি,আমার প্রিয় বেলকনিতে।
ভাবছি বসে জীবন দুঃখে কিংবা সুখের স্মৃতি বুকে নিয়ে চুপটি করে।
তুই আসিস আমায় ঘুম পাড়িয়ে দিতে,তোর বুকে মাথা রেখে
উষ্ণ সুখের অনুভবে চোখ বন্ধ হয়ে আসে গাঢ় নিদ্রায়, স্বপ্নতন্দ্রায়।
আবার কখন ও তুই এসে হাজির; কাক ডাকা ভোরে
আমি ছুটে যাই তোর কাছে, আনন্দেোচ্ছ্বাসে সুখের তৃপ্তিতে লুটিয়ে পরি তোর মাঝে।
তোর যাবার সময় হয়ে যায়
তোর যাবার খবর শুনে নিমিষে হারিয়ে যাই আধারে শুন্যহীনতার মাঝে।
তুই কেন যাবি আমাকে রেখে?
তোকে নিয়ে সবাই লিখে কতো কবিতা, গল্প।
কিন্তু তোকে নিয়ে আমি আজ ও একটা শব্দ লিখতে পারিনি।
তাই যখন দেখি আমার অনুভূতি অনুভব করে তোকে নিয়ে কেউ লিখছে
আমি মেনে নিতে পারিনা।
তুই কেনো শুধু আমার হলিনা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।