আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো - সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর যন্ত্র

বাট টাকা পাই না ই ‘সাংবাদিকা’-কে চিনে রাখুন। এনার নাম তৌহিদা শিরোপা। ইনিই সেই মহান গণমাধ্যমকর্মী যিনি ‘পারসোনার সিসি ক্যামেরায় আপত্তিকর কিছু পাওয়া যায়নি’ শীর্ষক রিপোর্টটি করেছেন। রিপোর্টটির কি নতিজা, সেটা দেখতে এই শিরোপাকে আমাদের গ্রুপে আসতে হবে না, নিজের রিপোর্টের কমেন্ট ঘাটলেই বুঝবেন, দুর্গন্ধ বেরোচ্ছে। এখানে দুটো ঘটনা ঘটে থাকতে পারে।

এক হতে পারে মইত্যার সাথে এর সম্পর্কে চরম খারাপ। তাই একে হুক দেয়ার জন্য এর নামে রিপোর্ট বেরিয়েছে। কারণ স্ক্যান্ডেলের পঁচাশি ঘন্টা পর ওরকম পচা রিপোর্ট বের হলে রিপোর্টারের পেছনে যে পাবলিক হুড়কো দেবে, সেটা না বোঝার মত মানুষ মইত্যা না, এই বুদ্ধি নিয়ে সে প্রথম আলোকে এই পর্যায়ে আনেনি। তাই এখানে শিরোপা না কি যেন, তাকে বলির পাঠী বানানো হয়েছে। আরেকটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে, ছবিতে শিরোপা আপাকে যেমন দেখছেন, এই সাজটাও হয়তো বা পর্নোগ্রাফার কানিজেরই হাতযশ।

সেটার কৃতজ্ঞতাবশত এই রিপোর্ট হতে পারে। কোথায় যাব বলুন তো? চোর-পকেটমারদের তো তাও পথেঘাটে পাওয়া যায়, সুযোগমত ধোয়ামোছাও করা যায়। এখন কি এই সাংবাদিক নামের বাটপারগুলাকে ধোয়ামোছা শুরু করতে হবে? Courtesy: প্রথম আলো - সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানোর যন্ত্র  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।