হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়... নাম-ধাম কমুনা। তয় সামুর প্রায় ৯০ ভাগ নারী ব্লগার/নারী উপাধীযুক্ত ব্লগারগণই বিশিষ্ট কবি/সাহিত্যিক। আগে খেয়াল করিনাই। এই মাত্র মনে হল ব্যাপারটা কি? নারী ব্লগাররা সমাজ/সংসার নিয়ে তেমন কিছু লিখেন না।
কেবল কবিতা লিখে বেড়ান।
কেউ কেউ ছোট গল্প লিখেন।
কেউ কেউ আবার আল্লাহ!!! আমি এতো সুন্দর কেন??? টাইপ পোস্ট দেন।
সমাজ,সংসার,দেশ,রাষ্ট্র নিয়ে কেন কারো মাথাব্যাথা নেই? পক্ষান্তরে ছেলে কবির সংখ্যা আশঙ্কাজনক হারে কম। হয় উনারা কেউ কবিতা লিখেনই না। অথবা আগে লিখতেন এখন সেই আইডিটা ইউজ করেন না।
একটা গানই মাথায় আসছে শুধু...
চল ছাইয়া ছাইয়া ছাইয়া...
চল ছাইয়া ছাইয়া ছাইয়া...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।