পরবাসে.... আমি মধ্যপ্রাচ্যর গনআন্দোলনের কথা বলছি, যে ঝড়ে ইসলামের জয়োগান ঘূর্নি বনেছে, যার তোড়ে সমস্থ ভন্ড আর মস্তিস্ক ধারিদের অস্তিত্ব নড়ে গেছে। কেনো এই সাবধান বানী:-লিনপিয়াও-এর দর্শন খানি আগে সুনি কি বলিয়াছেন মহামান্য উনি-এক জন মানুষ যতটুকু গুণের অধিকারি তাকে যদি ধ্বংস করে দিতে চাও, তো শতগুণ বাড়িয়ে ইনিয়ে বিনিয়ে ভাষার চাতুর্যে প্রশংসার পর প্রশংসা করতে থাক। জন ফস্টার ডালেস দর্শন-অনেকটা মরীচিকার দর্শন! মনে হবে দূরে পানি, কাছে এলেই গরম বালু। দর্শনটি হলো লাল সবুজ পতাকাটিকে যদি ধ্বংস করে দিতে চাও তো, তুমিও ঠিক সে রকম লাল সবুজ পতাকা হাতে তুলে নাও। কোনটা আসল কোটা নকল বুঝতে না পেরে জনতা হতাশায় ভুগবে। (নিউইয়র্কে ১৮ দিন আগে শুরু হওয়া ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলনকারীরা বলছেন, সাম্প্রতিক আরব জাগরণ থেকে তাঁরা অনুপ্রাণিত হয়েছেন। ) আসল ঘটোনা তা নয়( জন ফস্টার ডালেস দর্শন) গনআন্দোলনের মোড় অন্য দিকে প্রবাহিত করাই এই আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ।ইউরোপের বৃহত সার্থে তাবু গেড়ে কি আরামের অ্যমেরিকান আন্দোলন( এই আন্দোলনকারীরা কী চান? ১০ জন আন্দোলনকারীকে এই প্রশ্ন করা হলে ১০ রকমের উত্তর পাওয়া যাবে। সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ, বেকারত্ব, বৈশ্বিক উষ্ণতা, পুলিশের নির্যাতন—এভাবে একেকজন ভিন্ন ভিন্ন কথা বলবেন।)এসমস্থই মিথ্যা ও চালবাজি কি বলেন আপনারা!!!!.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।