ধুর মাত্র বাংলা নিউজ ২৪ .কম এ্ই নিউজটা পড়লাম । এর কিছু বিশেষ অংশ দিচ্ছি। "পরের দিকে নিজেদের কোনো অপরাধ নেই বললেও ঘটনার পরের দিন কানিজ আলমাস বাংলানিউজকে নিজেই ফোন করে জানিয়েছিলেন তাদের কাজটি ভুল হয়ে গেছে। ভুলটিকে সামান্য উল্লেখ করে সেদিন তিনি এও বলেছিলেন, এর জন্য পারসোনাকে ক্ষমা করে দেওয়া যায়।" আমার একটিই অনুরোধ কানিজ আলমাসের কাছে। আমাদের কাছে আসেন, আমরা একটা সিসি ক্যাম দিয়ে আপনার ঐরকম একটা ভিডিও করি, তারপর তার জন্য আপনি আমাদের ক্ষমা করে দিয়েন। "তবে কানিজ আলমাসের এই বার্তা গ্রাহকদের কতটুকু প্রভাবিত করেছে তা স্পষ্ট জানা না গেলেও তাতে কানিজ নিজে যে সন্তুষ্ট নন তা জানা গেছে। কারণ এরই মধ্যে তিনি সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এবং প্রভাবশালী পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ করেও এ বিষয়ে সহায়তা চেয়েছেন" হায়রে দেশের অবস্থা!!! বাকিটা আপনারাই পড়ে নেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।