আমাদের কথা খুঁজে নিন

   

দেড় বছর পুর্তি দুইশত তম পোষ্টের পিতা হওয়া এবং অন্যান্য !!! সাথে কিছু রাতের রাণীর ছবি

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) সামুর সাথে পরিচয় তাও প্রায় দুবছর পার হয়ে গেছে !! তখন পাঠক ছিলাম !! সাথে সামুর ছোট মামু আওয়াজ এর বাড়িতে মাঝে মাঝে চিৎকার দিতে যাইতাম !! ওখানেই এক ব্লগার আামাকে ব্লগ এর বিষয়টা ভাল করে বুঝিয়ে বলেন এবং ব্লগিং শুরু করতে বলেন !! পাঠক হয়ে প্রবেশ করলেও কদিন বাদেই নিজের একটা আইডি খুলে ফেললাম !! শুরু হলো আমার লেখালেখি !! .. প্রথম প্রথম তো সারা রাত সামুতে আড্ডা দিতাম কমেন্ট করতাম পোষ্ট দিতাম বেশ ভাল লাগতো !! এক ধরনের নেশার সৃষ্টি হয়ে গিয়েছিলো সামুকে ঘিরে !! প্রথম প্রথম একটু সিরিয়াস টাইপ ব্লগিং করতে চেষ্টা করতাম !! কিন্তু এখন তো ব্লগিং এর ব টুকুও হয় না !!! আর আসলে এমন হওয়াটাও অস্বাভাবিক কিছু নয় !! কারণ তখন মডারেশন ছিলো অনেক শক্ত আর নিখুত !! সামুর পরিবেশ ছিলো খুবই সুন্দর মনোরম আর সবুজ !! কবিতা , গল্প আর আড্ডায় মুখরিতো ছিলো চারপাশ !! সাথে ছিলো সিনিয়র ব্লগারদের দিক নির্দেশনামুলক ও অত্যন্ত মুল্যবান তথ্য সমৃদ্ধ পোষ্টের সমাগম !! আর ছিলো নতুনদের মাঝে একধরনের বন্ধুত্বপুর্ন প্রতিযোগিতা !!! কিন্তু কোন ভাল জিনিসই বেশি দিন স্থায়ী হয় না !! যার অন্যতম প্রমান আমাদের সামু ব্লগ !! মাঝে কিছু দিন তো খুব অস্থির সময় কাটিয়েছি আমরা !! এখন অবশ্য একটু শিথিল তার পরও পুরোপুরি সুস্থ না এই ব্লগের পরিবেশ !! একধরনের গ্রুপিং এর শিকার সবাই !! একটা নষ্ট খেলায় মত্ব !!! যার ফল সরুপ প্রতিদিনই কারও না কারও প্রিয় ব্লগার ছেড়ে যাচ্ছে এই ভার্চুয়াল সংসার !! ট্যাগিং , স্লেজিং , কপিপেস্টিং আর অশ্লীলতায় ভরে উঠেছে সামুর প্রথম পেজ !! সিরিয়াস বা ভাল পোষ্ট ৫মিনিটও থাকতে চায় না প্রথম পাতার বুকে !! কমেন্ট ও হয়ে পড়েছে সস্থা !! আবার কমেন্ট খরাও দেখা যায় ভাল পোষ্ট গুলোতে !! অথচ ক্যাচাল পোষ্টে হাজার হাজার কমেন্ট !!! কি বলবো !! আমি তো মনে হয় নিজেও অমনই হয়ে গেছি এখন আর পোষ্ট কিংবা কমেন্ট কোনটাতেই মন লাগে না !! কেমন যেন একটা হাহাকার লেগে আছে !!! কি যেন নেই নেই ভাব !! আসলে আমরা সবাই চাইলে পরিবর্তন সম্ভব !!! আমরা এই আধুনিক যুগের আধুনিক মানুষ গুলো যদি আদিম ও বর্বর যুগের মানুষের মত আচরণ করতেই থাকি তবে কোন দিনই আমাদের এই নিম্নমুখী অবস্থান থেকে উপরের দিকে ওঠা সম্ভব নয় !!! আমরা সবই বুঝি অথচ অবুঝ থাকতেই পছন্দ করি !! আশুন না আমরা সবাই নিজেদের আর একবার নিজেদেরকে নিয়ে ভাবতে শেখায় !! নিজের ভাল জিনিসটা নিয়ে ভাবতে গেলে দেখবেন অন্যের ভালটাও আপনার আমার সামনে ফুটে উঠবে !!! আমি ক্ষমা চাচ্ছি যদি কোন ভুল হয় !! যদিও এসব কথা বলা উচিৎ হলো কিনা না জানি না !!!! যাদের পোষ্টের কথা গুলো ভাল লাগলো না এবং যাদের ভাল লাগলো উভয়ের জন্যেই কয়েকটি ছবি দিলাম দেখার জন্যে ! চাদের কলঙ্ক, গায়ে তাঁর দাগ ! আমার কলঙ্ক হলো , খুব বেশি রাগ !! আমরা ইচ্ছে করলেই আমাদের মাথা গরম বা রাগ গুলোকে ভাল কাজে লাগিয়ে সমাজ ও সব কিছুর পরিবেশ পরিস্থিতি বদলাতে পারি অনায়াসে !! ১# ২# ৩# ৪# ৫# আসুন সবাই এক সাথে বলি " হ্যাপি ব্লগিং " !!!!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।