আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ স্বপ্ন নৌকো...sOpNo NoUkO ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ মনে কি পড়ে, সেই ছোট্ট বেলার কথা পুতুল খেলার ছলে, দু'হাত ভরে স্বপ্ন নিয়ে ভাসিয়ে ছিলাম জলে, কাগজের নৌকো স্বপ্ন গুলো নিয়ে ভাসে আজো যেন, সেই কাগজের নৌকোয় । নূপুর পায়ে ছন্দ তুলে, রিন ঝিনিয়ে মিষ্টি হেসে আঁকাবাঁকা মেঠো পথে, বেলি ফুলের মালা গেঁথে দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে, তুমি আসতে ছুঁটে । সেই মালা আজ শুকিয়ে গেছে, ডায়রি পাতার ভাঁজে তবুও আমি পাই যেন খুঁজে, তোমার ভালোবাসা আছে যে মিশে । দিন পেড়িয়ে বছর বিলীন, স্মৃতির পাতায় তুমি আজো অমলিন ভুলিনি সেই দিন গুলোকে, তাই খুঁজি আমি আজো স্বপ্ন ভরা সেই কাগজের নৌকো ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।