আমাদের কথা খুঁজে নিন

   

৩৩ তম বিসিএসের ভাইবা এবং আজকের ৩৪ তম বিসিএসের রেজাল্ট

লেখা পড়তে এবং মন্তব্য করতে ভালবাসি আমার লেখাটির মুল উদ্দেশ্য হল আজকে যারা নতুন করে প্রিলিতে টিকবেন তারা দয়া করে ধরেই রাখবেন যে আপনাদের বিসিএস হবে না কারন আজকের রেজাল্ট হচ্ছে আই ওয়াশ মাত্র। আন্দোলন থামানোর জন্য এটা তাদের একটা ছলনা ছাড়া আর কিছু না। ] আমার হলের এক বড় ভাই সেদিন বিসিএস ভাইবা দিয়ে আসলেন। তাকে নিম্নরুপে প্রশ্ন করা হয়েছিল ১ম এক্সামিনি ঃ আপনি কি কোটা সিস্টেমের পক্ষে নাকি বিপক্ষে ? ভাই ঃ স্যার আমি কোটার পক্ষে কিন্তু ৫৬% কোটার বিপক্ষে, মেধা কোটা কখনো ৫০% এর নিচে আমাদের কাম্য না। এটা যে কোন দেশের জন্য মঙ্গলজনক নয়।

২য় এক্সামিনি ঃ তোমার কি মনে হয় পিএসসি তোমার চেয়ে অনেক কম বুঝে? (ব্যাপারটা খেয়াল করেসেন কোটা নিয়ে এই সামান্য কথা বলাতেই তাকে আপনি থেকে তুমিতে নামিয়ে দেওয়া হয়েছে) ৩য় এক্সামিনি ঃ তুমি দেশের এত মঙ্গল চাও অথচ যারা এই দেশ স্বাধীন করেছে তাদের অমঙ্গল চাও, ব্যাপারটা কেমন হাস্যকর হয়ে যাচ্ছে না? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি নারী কোটাও কমাতে চাও তাইনা? ভাই ঃ সরি ম্যাডাম। ২য় এক্সামিনি ঃ তোমার কি মনে হচ্ছে মেধা কোটা বাড়ালেই তোমার বিসিএস হয়ে যাবে? তুমি কি নিজেকে মেধাবী বলতে চাচ্ছ? ভাইঃ স্যার আমি আসলে...... ১ম এক্সামিনি ঃ থামেন ......আগে মন মানসিকতা পরিস্কার করবেন তারপর ভাইবা দিতে আসবেন আর শুনুন আশা করি সামনেরবার এইবারের ভুলগুলি করবেন না। ভাই যখন বের হয়ে আসতেছিলেন তখন পিছন থেকে তিনি তার ব্যাপারে কিছু উপহাস শুনততে সক্ষম হয়েছিলেন। [আমার লেখাটির মুল উদ্দেশ্য হল আজকে যারা নতুন করে প্রিলিতে টিকবেন তারা দয়া করে ধরেই রাখবেন যে আপনাদের বিসিএস হবে না কারন আজকের রেজাল্ট হচ্ছে আই ওয়াশ মাত্র। আন্দোলন থামানোর জন্য এটা তাদের একটা ছলনা ছাড়া আর কিছু না।

] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।