বোধি লাভ এর অপেক্ষায় ব্লগে আমার উদ্ভট আলাপ অনেকর বিরক্ত লাগতে পারে, কারন এখন লেখার মত অনেক ইস্যু আছে। তাও আমি নিজের পানপেনানি না করে থাকতে পারলাম না আমার যত্নশীলতার যথেষ্ট নাম ডাক ছিলো এক সময়। বিশ্ববিদ্যালয়ে ওঠার পর থেকে ই আমি কেয়ারলেস! যা হোক মুল কথা হল, ফার্স্ট ইয়ার এ আমার একবার পকেট মার হয়েছিল। তখন ভাগ্যক্রমে শুধু টাকা পয়সা আর একটা সিম কার্ড হারিয়ে গিয়েছিল। কিন্তু এই ৩ দিন আগে আমর অতি শখের লেদার আর জুটের মানিব্যাগ চুরি হল,আর সেটা বাস এ আমি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে এই ঘটনা। ইউনিভার্সিটির বাস বাদ দিয়ে অন্য বাসে বাসায় গিয়েছিলাম এবার হারিয়ে গেল আমর আইডি কার্ড, লাইব্রেরি কার্ড, টাকা , আমার আপুর সিম কার্ড (যেটার কাগজ আমার কাছে নেই) আমার জিনিস পত্র টাকার চেয়ে ব্যাগটার জন্য দুঃখ বেশি লাগছে। অনেকেই আমাকে সান্ত্বনা দিয়েছে এই বলে যে কত জনের কত জিনিস হারায়! আমি সবার উত্তরে বলেছি , বৌ মরলে বৌ পাওয়া যায় কিন্তু ভাই মরলে ভাই পাওয়া যায়না অর্থাৎ আমার এই প্রিয় জিনিস আর পাওয়া যাবেনা! আমার অনেক বড় বিপদে আমার এত প্রতিক্রিয়া হয়নি যত এই ব্যাগ হারায় হল। আমাকে এমন ও কথা বলেছে আমার আওনেক কাছের মানুষ যে '' চোর তো নিবে ঈ, তুমি কেন সাবধান না!'' তখন বলার থাকে শুধু... '' আমি আর কি? আমড়া কাঠের ঢেঁকি!!''
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।