আমাদের কথা খুঁজে নিন

   

একই প্ল্যাটফরমে টেকনোলজির সকল কিছু জানুন বাংলাতে !!!

সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি পোস্ট । আপনারা অনেকেই নিশ্চয় http://www.technologybasic.com সাইটটি দেখেছেন। তবে যারা দেখেননি তাদের জন্য খুব সংক্ষিপ্ত আকারে রিভিউ পোস্ট দিচ্ছি। TechnologyBasic - টেকনোলজি বেসিক টেকনোলজির সকল বিষয়গুলো একই প্ল্যাটফরমে বাংলাতে থাকবে এটাই সাইট তৈরির উদ্দেশ্য ছিল। যদিও তা অনেক কঠিন কাজ ছিল।

কিন্তু আমাদের টিম সফলভাবেই কাজটি সম্পূর্ণ করতে পেরেছে। এজন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ । http://www.technologybasic.com । এটি এমন একটি প্ল্যাটফরম যেখানে ১০০০ এর চেয়েও বেশি টেকনোলজি টার্মের উপর বেসিক কনসেপ্ট দেয়ার চেষ্টা করা হয়েছে। সাথে সাথে উইকিপিডিয়া স্টাইলে যুক্ত করা হয়েছে ছবি ও ব্যাকলিঙ্ক, যাতে ভিজিটররা প্রতিটি ওয়ার্ড খুব সহজেই বুঝতে পারে।

আপনি এখানে টেকনোলজির প্রতিটি ওয়ার্ডেরই ব্যাখ্যা পাবেন। ইন্টারনেট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক হার্ডওয়্যার টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক সফটওয়্যার টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক টেকনিক্যাল টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক ফাইল ফরমেট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক বিট এবং বাইট টার্ম - TechnologyBasic - টেকনোলজি বেসিক সাইটের কোন লেখা বা টার্মে যদি ভুল থাকে প্লিজ একটু ইনফরম করবেন। আপনি সাইটের সমস্ত কিছুর সাথে আপডেট থাকতে চাইলে এই ফেসবুক আইডিতে রিকোয়েস্ট পাঠাতে পারেন- ফেসবুক আইডি - http://www.facebook.com/technologybasic ১০০০ পেজের বিশাল সাইটে আপনাকে স্বাগতম !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।