আমাদের কথা খুঁজে নিন

   

চার অর্থবছরে টেলিটকের আয় বেড়েছে ৮৭%

টেলিকম নিউজ আর্কাইভ !! : রাষ্ট্রায়ত্ত একমাত্র সেলফোন অপারেটর টেলিটকের আয়ের প্রবৃদ্ধি গত চার অর্থবছরে ৮৭ শতাংশের বেশি। এ সময়ে নতুন নতুন সেবা চালু ও নেটওয়ার্ক উন্নয়ন করায় প্রতিষ্ঠানটির আয় বেড়েছে। টেলিটক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, ২০০৮-০৯ অর্থবছরে টেলিটকের মোট আয় প্রায় ১৮৯ কোটি ৭৬ লাখ টাকা। পরের অর্থবছর এ আয় বেড়ে দাঁড়ায় প্রায় ২২৭ কোটি ৮০ লাখ টাকা।

২০১০-১১ অর্থবছর টেলিটক আয় করে ২৯৮ কোটি ৫২ লাখ টাকার বেশি। আর ২০১১-১২ অর্থবছরে মোট ৩৫৫ কোটি ৯২ লাখ টাকা আয় করে। এ প্রসঙ্গে টেলিটকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে বলেন, গত চার বছরে টেলিটক একটি লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম ও ফল প্রকাশের পাশাপাশি বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে টেলিটক। গ্রাহকদের উন্নত সেবা দিতে নেটওয়ার্ক উন্নয়নেও কাজ করছে প্রতিষ্ঠানটি।

মূলত সংযোগ, আন্তঃঅপারেটর রাজস্ব, রোমিং সেবা ও ট্রাফিক রাজস্ব— এ চার খাত থেকে আয় করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে সবচেয়ে বেশি আয় আসছে ট্রাফিক রাজস্ব থেকে। ২০১১-১২ অর্থবছরে প্রতিষ্ঠানটি এ খাত থেকে আয় করেছে প্রায় ৩২৯ কোটি ৫৩ লাখ টাকা। এর আগের অর্থবছর ট্রাফিক রাজস্ব হিসেবে ২৭৫ কোটি ২৮ লাখ টাকা আয় করে। প্রতিষ্ঠানটির সংযোগ রাজস্বের পরিমাণও গত চার বছরে উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে।

২০০৮-০৯ অর্থবছরে এ খাত থেকে ৫ কোটি ৯০ লাখ টাকা আয় করে টেলিটক। আর ২০১১-১২ অর্থবছরে সংযোগ খাত থেকে প্রতিষ্ঠানটির আয় হয় ১১ কোটি ১২ লাখ টাকার বেশি। এছাড়া রোমিং রাজস্বও বেড়েছে টেলিটকের। ২০০৮-০৯ অর্থবছরে যেখানে এ খাত থেকে প্রতিষ্ঠানটির আয় ছিল প্রায় ৪২ লাখ টাকা, সেখানে ২০১১-১২ অর্থবছরে এ আয় দাঁড়িয়েছে ৬৮ লাখ ৬২ হাজার টাকা। তবে প্রতিষ্ঠানটির আয়ের অন্যতম খাত আন্তঃঅপারেটর খাত থেকে আয়ের পরিমাণ কমেছে।

গত চার বছরে এ খাতে আয় কমেছে প্রায় ৩৭ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরে এ খাত থেকে টেলিটকের আয় ছিল ২৩ কোটি ২৫ লাখ টাকা। আর ২০১১-১২ অর্থবছরে আন্তঃঅপারেটর রাজস্ব বাবদ প্রতিষ্ঠানটির আয় কমে দাঁড়িয়েছে ১৪ কোটি ৫৮ লাখ টাকা। এদিকে গত বছর ৩৫ দশমিক ৪৬ হারে গ্রাহক প্রবৃদ্ধি হয়েছে টেলিটকের। ২০১২ সালে টেলিটকের নেটওয়ার্কে যুক্ত হয়েছে ৪ লাখ ৩২ হাজার গ্রাহক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি শেষে টেলিটকের গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ১৬ লাখ। এবং থ্রিজি'র গ্রাহক সংখ্যা প্রায় আড়াই লাখ ছাড়িয়েছে! :::::বণিকবার্তা :::::: টেলিকমের আরোও কিছু লিড নিউজ • ভিওআইপি ব্যবসার লাইসেন্স পাচ্ছে ৮৪৪ প্রতিষ্ঠান  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।