আমাদের কথা খুঁজে নিন

   

এমন কিছু ওয়েবসাইট যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দেবে

হতেও পারে ধরুন ,আপনি কিছু একটা জানতে চাচ্ছেন , অনেক সার্চ করার পরো আপনি সেটা খুঁজে পাচ্ছেন না , অথবা আপনি একটু অলস খুঁজতে চাচ্ছেন না । এসব ক্ষেত্রে এমন কিছু ওয়েব সাইট আছে যেখানে আপনি প্রশ্ন করলেই খুব সহজেই আপনার উত্তর পেতে পারেন। তাহলে চলুন সেইসব সাইটগুলোর সাথে পরিচিত হয়ে নেই। ১। yahoo answers : আমার মতে এই প্রশ্ন করে উত্তর পাবার ক্ষেত্রে এই সাইট টি সবথেকে ভালো , এবং এটি সবথেকে জনপ্রিয় কমিউনিটি।

এখানে আপনি সল্পতম সময়ের মধ্যে উত্তর পেতে পারেন । ২। Aardvark : আরেকটি পপুলার সাইট ৩। Answers : এই সাইটটিকে সর্ববৃহৎ প্রশ্ন উত্তর সাইট বলা হয়ে থাকে ৪। Answerbag : প্রশ্ন উত্তরের ছাড়াও এই সাইটটির আরেকটি বৈশিষ্ট্য হলো আপনি এখানে পুল তৈরি করতে পারবেন।

৫। Blurtit : উপরে যেই সাইট গুলোর কথা বললাম ,তার সবগুলোতেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ,কিন্তু আপনি যদি এখানে প্রশ্ন করতে চান ,আপনাকে কোন রেজিস্ট্রাশান করতে হবে না। ৬। Answersnext : প্রযুক্তি নির্ভর প্রশ্নের জন্য এই সাইট টি খুব জনপ্রিয়। ৭।

Myquestion : প্রশ্ন উত্তর ছাড়াও আপনি এখানে আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান পেতে পারেন। ৮। Funadvice : সিরিয়াস বিষয় রেখে একটু মজা করতে চান , তাহলে এখানে আপনি মজার প্রশ্নও করতে পারেন , উত্তরগুলোও হবে মজার মজার। এছাড়াও আরো বেশকিছু সাইট আছে। মনে পড়লে আপডেট করে দেবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।